টিং টাং দুম দাম
কানে বাজে ঘন্টা
তুমি আছ আমি আছি
তবু কাঁদে মনটা!!
ঝুপঝাপ টুপটাপ
কতশত শব্দ
একবার ব্যথা পেলে
সবি হবে জব্দ!!
উরু উরু দুরু দুরু
মনে কত উচ্ছ্বাস
হৃদি হলে ফালা ফালা
থাকে শুধু দীর্ঘশ্বাস!!
হেথা নাই হোথা নাই
নাই কোন গল্প
প্রেম প্রেম পেলে হল
পুলকিত অল্প!!
লাল ঠোঁট নীল ঠোঁট
মন করে আঁনচাঁন
এই বুঝি ছুঁয়ে ফেলি
শালিনতা খান খান !!
ফাঁকা ঘর ,ছায়া ঘর
একা একা তুমি আমি
চাবি টাবি হাতে আছে
বাথরুমে মিয়ামি!!
হাতে সিগি ,মুখে সুরা
বিষাক্ত এই দিনটা
মনে হয় মরি মরি মুছে ফেলি "সিন" টা !!
কাঁটা তার বেড়া জাল
সুখি আমি তাই নিয়ে
আঁকি শুধু আঁকি-বুকি
লিখি শুধু আজগুবি ইনিয়ে আর বিনিয়ে !!!