Quantcast
Viewing all articles
Browse latest Browse all 15150

আসুন, দেশের মানচিত্র সাজাই

গুগল ম্যাপ। প্রজন্ম ফোরামের সদস্যদের কাছে এ বস্তু চিনিয়ে দেয়ার বা ভূমিকা করার কিছু নেই। আমাদের দেশের ডিজিটাল ম্যাপিং এর অবস্থা ভাল নয়। শুধু ব্যবহারকারীদের অবদানের জন্য অনেক দেশ ডিজিটাল ম্যাপিং এর সবোর্চ্চ শিখরে পৌছেছে। কিন্তু আমাদের দেশে কনট্রিবিউটর খুব কম।

নিজ দেশের মানচিত্র সাজাতে আসুন এই ভাষার মাসে ম্যাপ এডিট করা শিখে ফেলি। ম্যাপের স্যাটেলাইট ভিউতে যা কিছু রয়েছে একদিন সবই এডিট করতে হবে। তবে আজ কথা না বাড়িয়ে আমরা শুধু রোড বা রাস্তা এডিট করা শিখব।

এ কাজের জন্য আপনার একটি জিমেইল একাউন্ট বা গুগল একাউন্ট লাগবে। একাউন্ট থাকলে গুগল ম্যাপ এডিটের নীচের লিঙ্কে ক্লিক করুন।

গুগল ম্যাপ মেকার

ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন।


নমুনা হিসেবে খুলনা বিভাগের যশোর জেলার কেশবপুর উপজেলার একটি রাস্তার অংশ আমরা এডিট করবো।

কেশবপুর উপজেলার স্যাটেলাইট ভিউতে যেতে ম্যাপ মেকারের সার্চ বারে লিখে সার্চ দিন (ছবি দেখুন)।

Image may be NSFW.
Clik here to view.
http://img140.imageshack.us/img140/1204/searchaq.png


মনিটরে কেশবপুরের ম্যাপ ফুটে ওঠার পর এর স্যাটেলাইট ভিউতে যেতে ডান দিকে Satellite শব্দের উপর ক্লিক করুন (ছবি দেখুন)।


Image may be NSFW.
Clik here to view.
http://img812.imageshack.us/img812/8458/viewps.png


মনিটরে স্যাটেলাইট ভিউ ফুটে ওঠার পর বাম দিকের “ডান-বাম-উপর-নীচ” বাটন এবং জুম বাটন (নীচের ছবি দেখুন) ব্যবহার করে করে আপনার পরিচিত জায়গাটি খুঁজে বের করুন।


Image may be NSFW.
Clik here to view.
http://img220.imageshack.us/img220/5341/buttonpww.png


মহাজুম বাটনটি মজার বাটন। বাটনের ম্যাগনিফাইং গ্লাসে ক্লিক করে মাউসের বাম বাটন চেপে ধরে ম্যাপের যে কোন জায়গা সিলেক্ট করে ছেড়ে দিন (নীচের ছবি দেখুন)। ঐ স্থানটি ফুল জুমে দেখতে পাবেন। তবে ইমেজ কোয়ালিটি খারাপ হলে ফুল জুমে দেখাবে না। সেক্ষেত্রে জুমের মাত্রা কমাতে হবে।


Image may be NSFW.
Clik here to view.
http://img827.imageshack.us/img827/6826/maxzoom.png


যাই হোক, ডান-বাম-উপর-নীচ বাটন ব্যবহার করে ম্যাপে ঘুরতে ঘুরতে এক জায়গায় এসে দেখা গেল... নীচের ছবি দেখুন।


১ম ছবিতে চিহ্নিত রাস্তাটি স্যাটেলাইট ভিউতে দেখা যাচ্ছে কিন্তু ম্যাপ ভিউতে অর্থাৎ গুগল ম্যাপে নেই (২য় ছবি দেখুন) মানে রাস্তাটি এডিট করা হয়নি বা ম্যাপে আঁকা হয়নি। এই রাস্তাটি আজ আমরা এডিট করবো।


Image may be NSFW.
Clik here to view.
http://img850.imageshack.us/img850/706/segment.png


Image may be NSFW.
Clik here to view.
http://img96.imageshack.us/img96/2891/nonep.png


রাস্তাটি ম্যাক্সিমাম জুম করে নিন। নীচের ছবির মত দেখাবে। এখানে বলে রাখা দরকার, ম্যাক্সিমাম জুম করা না হলে এডিট করার পর দেখা যাবে রাস্তাটি রাস্তা ছেড়ে পার্শ্ববর্তী দালান বা নদীর বুক চিরে চলে গেছে।


Image may be NSFW.
Clik here to view.
http://img406.imageshack.us/img406/3365/roadzoom.png


হাতে ১০/১৫ মিনিট সময় নিয়ে আসুন শুরু করে দিই।
রাস্তাটি বানাতে প্রথমে Add new-তে কার্সর নিন। ক্লিক করতে হবে না, ছোঁয়ালেই চলবে।


Image may be NSFW.
Clik here to view.
http://img860.imageshack.us/img860/6043/addnew.png


এড নিউ-এর পেটের ভেতর থেকে বেরিয়ে আসা বক্সের Draw a Line- এ ক্লিক করুন।


Image may be NSFW.
Clik here to view.
http://img534.imageshack.us/img534/4875/selectroad.png


Road সিলেক্ট করুন। Road সিলেক্ট করার সাথে সাথে বক্সের চেহারা পাল্টে রক্স হয়ে যাবে। Highlight nearby Road features- এর চেক বক্সে টিক মার্ক দিন। টিক মার্ক দেয়ার ৫/১০ সেকেন্ডের মধ্যে নিকটবর্তী রোড লাইনগুলো হালকা লাল আভায় ফুটে উঠবে (নীচের ছবি দেখুন)। আপনি যে রোডটি আঁকতে যাচ্ছেন, এর কানেক্টিভিটির ক্ষেত্রে এই হালকা লাল আভা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


Image may be NSFW.
Clik here to view.
http://img859.imageshack.us/img859/9050/highlightnearby.png


এবার যেখান থেকে রোডটি আঁকা শুরু করবেন অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে বা উপর থেকে নীচে, সেখানে আপনার প্রথম ক্লিকটি করুন।


Image may be NSFW.
Clik here to view.
http://img267.imageshack.us/img267/2286/firstdot.png


এবার ঐ ডটটি ড্র্যাগ করে হালকাভাবে উপরের দিকে বা উত্তরে তুলতে থাকুন যতক্ষণ না নীচের চিত্রের মত হালকা লাল আভা গাঢ় নীল হয়ে ওঠে। অর্থাৎ আপনি যে রাস্তাটি আঁকতে যাচ্ছেন- উপজেলা কমপ্লেক্স রোড (যা আপনার মত কেউ আগেই এডিট করেছে) এর সাথে তা কানেক্ট করলেন। এবার কার্সর সরিয়ে আনুন।


Image may be NSFW.
Clik here to view.
http://img84.imageshack.us/img84/1268/connectivity.png


রাস্তার মাঝ বরাবর ডট দিতে থাকুন। নীচের ছবির মত দেখাবে। প্রথমবারেই ১ কিলোমিটার লম্বা রোড তৈরী করার দরকার নেই। ম্যাক্সিমাম জুমে আপনার মনিটরে স্ক্রীনে যতটুকু দেখাচ্ছে ঠিক ততটুকু রোডই এডিট করুন। এই ক্লিক করার ক্ষেত্রে রোড সোজা হলে ক্লিক যত কম করবেন অর্থাৎ ডট বা নোড যত কম দিবেন, তত ভাল। কিন্তু রোড আঁকাবাঁকা হলে এক ইঞ্চি/ হাফ ইঞ্চি এমনকি কোয়ার্টার ইঞ্চি পর পর ক্লিক করতে হবে। এই ক্লিক করার উপর আপনার মুন্সীয়ানা। রোডের বাঁকগুলো এই ক্লিকের মাধ্যমে নিখুঁত ফুটিয়ে তোলা যায়।


যাই হোক, নীচের ছবি দেখুন, ৫০ মিটারের মত লম্বা হয়েছে। ক্লিক করা শেষ হলে ডটগুলো (নোড) একবার দেখে নিন। কোন নোড ডানে বামে উপরে নীচে সরাতে হলে ড্র্যাগ করুন।


কাজ শেষ করার জন্য শেষ ডটটির উপর আবার ক্লিক করুন অথবা এন্টার চাপুন। কয়েক সেকেন্ড অপেক্ষা করুন। রোড এর নাম-ধাম দেয়ার জন্য বামদিকের প্যানেল ফুটে উঠবে। প্যানেলে যাবতীয় তথ্য দিয়ে সেভ চাপুন।


Image may be NSFW.
Clik here to view.
http://img338.imageshack.us/img338/7767/completeo.png


এখানে একটি কথা বলে রাখা দরকার। বাম প্যানেলে কোন তথ্য না দিয়েও আপনি আপনার এডিট করা রোড সেভ করতে পারেন। এমনকি রোডের নাম সম্পর্কে নিশ্চিত না হলে নাম ছাড়াই সেভ করতে পারেন। সেক্ষেত্রে আননেমড্ রোড হিসেবে তা পাবলিশ হবে।



এখানে আরও একটি কথা বলে রাখি। এই বাম প্যানেলে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেয়ার ব্যবস্থা রয়েছে। এ নিয়ে বিস্তারিত অন্য একদিন লিখবো।



আপনার এডিট করা রোড আপনি সেভ করার সাথে সাথে ম্যাপে প্রকাশিত না হওয়ার সম্ভাবনাই বেশি। পেন্ডিং দেখাবে। আপনি নতুন ইউজার হলে একজন গুগল রিভিউয়ার আপনার এডিট এপ্রুভ করার পর তা পাবলিশ হবে।



সাধারণত ২/১ দিন সময় লাগে রিভিউ পেতে। তবে খুব দ্রুত রিভিউয়ের জন্য ম্যাপিং বাংলাদেশ নামে একটি গ্রুপ রয়েছে। গ্রুপটি নতুন এডিটরদের এডিট তাৎক্ষণিক রিভিউ করছে। এডিট সম্পর্কে পরামর্শ দিচ্ছে। আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ম্যাপিংকে তুলে ধরার জন্য নিঃস্বার্থে কাজ করে যাচ্ছে।

চলবে...


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>