আজকে হঠাৎ আমার মনে হল আজরা ফোরামিকরা কে,কোথায় কি করি তা কিন্তু আমরা সবাই ঠিক ঠাক জানি না। আর এটার মাধ্যমে আমরা একে অন্যের ব্যাপারে জানতে পারব এবং ফোরামিকদের মধ্যে আরও ভাল সর্ম্পক গড়ে উঠবে।
যাই হোক যেহেতু আমিই টপিকটা লিখছি তাই আমাকে দিয়েই শুরু করছি:
আমি সাদী চট্টগ্রামের বাকলিয়া থানাস্থ রাহাত্তারপুল নামক স্থানে থাকি। আমি বর্তমানে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল বিভাগের ৩য় সেমেস্টারের ছাত্র। আমি লিনাক্স ব্যবহার করতে, প্রোগ্রামিং করতে,বই পড়তে,রান্না করতে পছন্দ করি।
এবার আপনারা এক এক করে বলুন।
↧
কে,কোথায়, কি করি।
↧