# হাবলুঃ "ডাক্তার, আমার পেটে গ্যাসের অনেক সমস্যা।কিন্তু ভালো দিক এই যে আমারগ্যাসের গন্ধ ও হয় না, আওয়াজ ও হয় না। এখানে বসে আমি ১৫-২০ বার গ্যাস ছেড়েছি; কিন্তু কেউ টের ই পায় নি"
ডাক্তারঃ "এই ওষুধটা খান, আর এক সপ্তাহ পরে আসবেন"
এক সপ্তাহ পর
হাবলুঃ "এ কি ওষুধ দিলেন ডাক্তার সাহেব,আমার গ্যাসে এখনো আওয়াজ নেই; কিন্তু জঘন্য গন্ধ বের হয়!"
ডাক্তারঃ "গুড, আপনার নাক ঠিক হয়ে গেছে;এখন আপনার কানের চিকিৎসা করতে হবে"
# ইংরেজ সাহেব: তোমরা এক অদ্ভুত জাত! তোমাদের কারো গায়ের রঙ সাদা, কারোবা বাদামী আবার কারো কালো! এ যেনো ঠিক ঘোড়াদের মতো!
.
.
.
বাংলাদেশী: ঠিকই বলেছো! ঘোড়াদের গায়ের রঙ নানারকম হয় কিন্তু গাধাদের সবার একই রঙ!
# খরগোশের বাড়িতে জম্পেশ
আড্ডা হচ্ছে ।
খরগোশ, শিয়াল , কচ্ছপ আর কুকুর মিলে জমিয়ে তুলেছে । এখন বিয়ার শেষ। কে বিয়ার আনতে যাবে এই নিয়ে তুমুল আলোচনার পর শেষে সবাই মিলে কচ্ছপকে রাজি করাল।
... ,
,
,
,
,
,
দুই ঘণ্টা পর , কচ্ছপ এখনো ফেরে নি।
খরগোশ: ব্যাটা ফাজিল এত আস্তে চলে !আমি একটু ঘুমাইছিলাম বইলা একটা রেস জিতে খুব তো বাহাদুরি দেখাইল ।দেমাগে মাটিতে পা পড়ে না ।
কুকুর: আরে , রাস্তায় কোথাও
পইরা ঘুমাইতাছে মনে হয়, এত্ত আলসে !
শিয়াল: ব্যাটাকে পাঠানোই উচিত হয়নাই ।
এমন সময় কচ্ছপ দরজা খুলে উঁকি দিল,
"এই! আমার নামে এভাবে বাজে কথা বললে আমি যাবনা বলে দিচ্ছি !"
# চাকরীর ইন্টারভিউ চলছে --
বস : আমরা কাউকে চাকরি দেওয়ার ক্ষেত্রে মাত্র দুইটা rule ফলো করি ।
প্রার্থী : কি কি স্যার?
বস : আমাদের ২য় rule হচ্ছে পরিস্কার পরিচ্ছন্নতা । আপনি কি এখানে আসার আগে রুমের বাইরে রাখা ম্যাট এ জুতোর তলা মুছে এসেছেন?
প্রার্থী : "জ্বী স্যার"
বস : আমাদের ১ম rule হলো বিশ্বাসযোগ্যতা এবং আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাইরে কোন ম্যাট ছিলোই না !!! কাজেই আপনাকে বিশ্বাস করা যাচ্ছে না
# মেয়েঃ আপেল কতো করে?
আপেল ওয়ালাঃ ১০ টা ১০০ টাকা।
মেয়েঃ কিছু কম হবে না?
আপেল ওয়ালাঃ আচ্ছা, ৮টা ৮০ টাকা দেন।
মেয়েঃ (খুশি হয়ে) এইতো কাজের কথা বলছেন, তাড়াতাড়ি দিন।
[ মেয়েরা কত্ত স্মার্ট !! ]
# একজন সুন্দরী, শান্ত মহিলা ফার্মেসিতেঢুকল। ফার্মাসিস্টের চোখে চোখ রেখে বললঃ "আমাকে ২০টি ঘুমের ওষুধ দিন!"
ফার্মাসিস্ট আশ্চর্যান্বিত হয়ে বললঃ আপনি এতগুলো ট্যাবলেট দিয়ে কি করবেন?!
মহিলাঃ আমি এই ২০টা ট্যাবলেট পানিতে গুলে আমার স্বামীকে খাওয়াবো!!!
ফার্মাসিস্ট চোখ বড় বড় করে বললঃ ওহ মাই গড! এটা অসম্ভব! আমি আপনার স্বামীকে মারার জন্য ঘুমের ট্যাবলেট দিতে পারিনা। এটা আইনের পরিপন্থী। এতে আমারলাইসেন্স বাদ হয়ে যাবে। এমনকি আমাদের দুইজনকে জেলে যেতে হবে। আপনাকেওষুধ দেয়া আমার পক্ষে অসম্ভব।
এবার মহিলাটি তার ব্যাগ থেকে একটা ছবি বের করে ফার্মাসিস্টকে দেখালো যেখানে মহিলাটির স্বামী ও ফার্মাসিস্টের স্ত্রী আপত্তিজনক অবস্থায় বিছানায় শুয়ে আছে।
ফার্মাসিস্ট কিছুক্ষণ ছবিটার দিকে তাকিয়ে থেকে দাঁত কিড়মিড় করতে করতে বললঃ "আপনার আগেই বলা উচিত ছিল আপনার কাছে প্রেসক্রিপশন আছে!!!"
# এক মাতাল এক ডাক্তার কে বলছে ,ডাক্তার সাব আপনি কি আসলেই
মদ ছাড়াইতে পারেন ?
ডাক্তার ঃ জি পারি
মাতাল ঃ রমনা থানাই আমার ২০০ বোতল মদ ধরা পরছে তাইলে
একটু ছাড়াই দেন ........................:P
সুত্রঃ কারেন্ট জাল দিয়ে ধরা......