বিসিএ যে ইস্যু তুলে ধরতে যদ্ধে অবতীর্ন হয়েছিল তা হল
বাংলাদেশ সাইবার আর্মির যদ্ধে অবতীর্ন হবার উদ্দেশ্য শুধুই ৭ টি
০০১. সীমান্তে বাংলাদেশি নাগরিকদের সাথে বিএসএফ এর অমানবিক আচরন বন্ধ করা
০০২. টিপাই মুখি বাধ নির্মান বন্ধ করা
০০৩. তিস্তার পানি ঠিক ভাবে সরবরাহ করা
০০৪. বাংলাদেশি ওয়েব সাইট গুলোকে যত্র তত্র ভাবে নষ হ্যাক না করা
০০৫. ভারতের এন্টি বাংলাদেশমূলক আচরন বন্ধ করা ০০৬. বাংলাদেশী টিভি চ্যানেলে গুলকে ভারতে প্রবেশাধিকার দেওয়া
০০৭. এবার থেকে সর্বদা এমন কোন কাজ করতে পারবেনা যা বাংলাদেশের স্বার্থের হানি করে
এবার পয়েন্ট আকারে উত্তর দেবার চেষ্টা করি
00১. মুক্তিযুদ্ধ নয় আমরা সাইবার যুদ্ধ বলছি, মুক্তিযুদ্ধ বললে সেটা উত্তেজিত জনতাই বলছেন ....
00২. হ্যাকিং জগতে ইতিহাস ঘেটেছেন কিন্তু গত ১ বছরের ও বেশী সময় ধরে কাজ করে যাওয়া বাংলাদেশ সাইবার আর্মির প্ল্যান সম্বন্দে মনে হয় জানেনই না, যদি জানতেন তাহলে এট লিষ্ট ব্ল্যাক হ্যাকিং টীম গুলর সাথে বিসিএ এর নাম বলতেন না, আফসুস
00৩. দেশীয় সাইটের সিকিউরিটি এনশিওরেন্সের কথা বলেছিলেন, বিসিএ সরকারী সাইট গুলর উপর আলাদা ভাবে অনেক দিন থেকেই কাজ করে আসছে এবং তাদের সাইটের ত্রুটি গুলো মেইল আকারের ১০০ এর ও বেশী সাইটের ওয়েব মাষ্টারকে মেইল করার হয়েছিলো, তাও মাস ছয়েক আগে। কিন্তু আবারো আফসুস নিয়ে বলতে হয় যে তারা মেইল চেক না করলে সেক্ষেত্রে আমরা কিছুই করতে পারিনা, তাদের ঘরে ঘরে গিয়ে বলতে পারিনা "ভাই আপনার সাইট তো পোলাপাইনেও হ্যাক করতে পারবো, তাড়াতাড়ী মলম লাগান"
00৪. হিরোইজম এর কথা বলেছিলেন, যেটা দুইটি ব্ল্যাক হ্যাট হ্যাকিং গ্রুপ করেছে, কেউ সুপ্রীম কোর্ট হ্যাক করে কেউ বড় ধরনের ল্যামিং করে, কিন্তু বিসিএ "কথা কম কাজ বেশী"তে বিশ্বাসী
00৫. ডজ এটাক এর কথা বলেছিলেন, আপনি নিতান্তই না জেনেন কথা বললে আমি আপনাকে না জানার কারনে এড়িয়ে যাবো নাকি বলবো যে বিসিএ এর হ্যাকিং গুলো খেয়াল করেন ডস এটাক কয়টা আছে আর কয়টাতে ডিফেস আছে, আর আশা করি ভারতের ষ্টক মার্কেট বন্ধের কথা শুনেছেন ?? সেটাও বিসিএ করেছে....... এই টার্ম গুলো বুঝতে না পারলে গুগলিং করেন, তাও না বুঝলে চেয়ারে বসে বসে চা বিস্কিট খান
00৬. ভারতের সরকার পর্যায়ের ন্যুনতম কোনো মাথাব্যাথার কথা বলেছিলেন, এখন আর মাস খানেক আগের সিচুয়েশান খেয়াল করেন তাহলেই পার্থক্য পরিমাপ করুন...
00৭. পাকিস্থানের সাথে বিসিএ এডমিনের সম্পর্কের কথা বলছেন ?? আরে লড়াই করছি আমরা এখন আপনি আমাদের সাথে হোন কিংবা না হন শত্রুকে মারছেন এটাকি আমার দোষ?? নাকি আমি(বিসিএ) সাহায্য চেয়েছি ?? আর আপত্তির কথা বলছেন ?? পরিষ্কার শুনে রাখুন, পাকিদের সাথে আমাদের কোন সম্পর্ক নেই, তারা লড়ছিল তাদের স্বার্থে, কাশ্মীর ইস্যুতে
00৮. নিজের শক্তিতেই আমরা সবাই লড়েছি, আবারো শুনে রাখুন, আমরা কাউর কাছে সাহায্য চাইনি, অন্তত বিসিএ চায় নি, যদি চাইতো তাহলে অনেক ম্যাসিব ধবস নামতো
সবার উদ্দেশ্যে বলছি নাক কান চোখ মুখ জ্ঞান বিবেক কমন সেন্স কাজে লাগিয়ে সবাই কথা বলবেন বলে আশা করি
http://forum.projanmo.com/post406937.html#p406937 তেই উত্তর টা দিয়েছিলাম তারপর ও আবার টপিক আকারে জানালাম