Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

বন্ধু বনাম প্রেম

$
0
0

সবার জীবনেই বন্ধু থাকে। যাদের সাথে জীবনের একটা বড় সময় কেটে যায়। সবারই এমন একজন মানুষ থাকে যার সাথে সবকিছু শেয়ার করা যায়(অনেকের আবার তা থাকে না ,যেমন আমি )। এইরকম মানুষকে আপনি হয়ত আপনার সবচেয়ে ভাল বন্ধু হিসেবে মানেন। সমস্যা হয় তখনি যখন আপনার প্রিয় বন্ধুটি কারো প্রেমে পড়ে যায়। আপনি হয়ত বলবেন,এতে সমস্যা কোথায়? আমার বন্ধুর খুশি তো আমার ও খুশি।

    একজন ছেলের বেলায় যদি বলা হয় যে, আপনি আপনার সবচেয়ে প্রিয় বান্ধবীকে যদি অন্য কারো সাথে প্রেম করতে দেখেন,তাহলে কি আপনার ভাল লাগবে??? সে যদি দরকারের সময় আপনাকে অবহেলা করে তার প্রেমিককে সময় দেয়, তাহলে কেমন লাগবে আপনার?
    একটু ভেবে উত্তর দিন।অনেকেই বলবেন যে না ,আমার ভাল লাগবে না। আবার মেয়েদের বেলাতেও একই কথা প্রযোজ্য।

    আপনি এক সময় বুঝতে পারলেন যে আপনার বন্ধু আপনার চেয়ে নতুন মানুষটিকে বেশি সময় দিচ্ছে। তখন আপনার খারাপ লাগতেই পারে,তাই না? আপনি হয়ত ভাবতে পারেন যে এই রিলেশনের অধিকার আপনারই বেশি। যেহেতু আপনার বন্ধুর পছন্দ ,তাই আপনি তার প্রেম নিয়ে কিছু বলতে ও পারছেন না। অনেক সময় দেখা যায় ভাল বন্ধুত্ত ভালবাসায় রূপ নিয়ে সফল ও হয়েছে।আবার এই রিলেশনের টানাপোড়ন নিয়ে বন্ধু-বন্ধুতে মারামারি ও হয়েছে।

    একজন ভাল বন্ধু কখন ও আরেক বন্ধুর রিলেশনে বাধা দেবেনা। তবে কষ্টের কথা এইটাই যে ভালবাসায় জড়িয়ে যাবার পর আপনার বন্ধু যদি আপনাকে ভুলে যায়,আপনার  কাছ থেকে ধীরে ধীরে দূরে সরে যায়।এমন ঘটনা তরুন বয়সে,বিশেষ করে টিনেজ বয়সে বেশি হয়ে থাকে। Boyfriend(bf),Girlfriend(gf) এই টিনেজ বয়সে হয় আবার রিলেশন শেষ ও হয়ে যায়।কিন্তু বন্ধু হল অমর এবং আজীবনের।বন্ধুত্ত একটি সারা জীবনের রিলেশন।যে বন্ধু আপনার সাথে থেকেছে,সময় কাটিয়েছে,শুধু সেই আপনাকে ভাল করে বুঝতে পারবে।তাই কারো সাথে প্রেমে জড়িয়ে পড়লে ও আপনার ভাল বন্ধুটিকে ভুলে যাবেন না।

    সূত্রঃ   (দৈনিক ইত্তেফাক)


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>