Quantcast
Viewing all articles
Browse latest Browse all 15150

বিপিএল রঙ্গ

Image may be NSFW.
Clik here to view.
http://oi42.tinypic.com/2q8n4vb.jpg

Image may be NSFW.
Clik here to view.
http://oi39.tinypic.com/2gubp0y.jpg

Image may be NSFW.
Clik here to view.
http://i39.tinypic.com/zvbjmh.jpg

Image may be NSFW.
Clik here to view.
http://i42.tinypic.com/33bfuxf.jpg

রেড ইন্ডিয়ানঃ

রেড ইন্ডিয়ানদের একটা গোত্রের সর্দার মারা গেছে। উত্তরাধিকার সূত্রে সর্দারের বড় ছেলেই নতুন সর্দার হলো। তার উপরে পড়ল গোত্রের দেখভালের দায়িত্ব।

সামনে শীতকাল। একদিন গোত্রের কয়েকজন এল নতুন সর্দারের কাছে। তারা বলল, 'প্রতি শীতের আগে আমাদের সর্দার
নির্ধারণ করে দেন কি পরিমাণ কাঠ আমরা বন থেকে কাটব। এবারে সে দায়িত্ব আপনার ওপরে।' নতুন সর্দার চিন্তায় পড়ে গেল। কারণ এ ব্যাপারে তার কোন ধারণা নেই। সে একদিন সময় চাইল চিন্তা করার জন্য।
পরের দিন সর্দার বলল, 'অন্যান্য সময়ে যে পরিমাণ কাঠ কাটেন এবারে তার চেয়ে একটু বেশিই কাটুন।' সর্দার ভেবেছিল শীত যদি বেশি পড়ে তাহলে কাঠ বেশি লাগবে, আর যদি কম পড়ে তাহলে বেঁচে যাওয়া কাঠ পরবর্তীতে কাজে লাগবে। কাঠের টান পড়লে সেটা সর্দারের জন্য অসম্মানজক, তারচেয়ে কাঠ উদ্বৃত্ত থাকাই ভালো।

কিছু দিন পরে সর্দার শহরে গেল। সেখানের একটা রেস্টুরেন্টে দেখল সিএনএনের ওয়েদার রিপোর্টে বলা হচ্ছে এবারে অনেক শীত পড়বে। সর্দার ভাবলো, সিএনএনের খবর যদি ঠিক হয় তাহলে কাঠের টান পড়ে যাবে। তাই সে লোকদের ডেকে আরো কাঠ কাটার নির্দেশ দিল।

দুইদিন পর সর্দার আবার গেল শহরে। সেখানে সিএনএন এর রিপোর্টে বলা হচ্ছে এবার গত বিশ বছরের মধ্যে সবচেয়ে বেশি শীত পড়বে। সর্দার আবার চিন্তায় পড়ল। সে সবাইকে বলল যত বেশি সম্ভব কাঠ কাটতে। কিছু দিন পরে সর্দার আবারো শহরে দেখল গিয়ে সিএনএন এ বলা হচ্ছে এবারে নাকি সর্বকালের সবচেয়ে বেশি শীত পড়বে। সর্দার আর নিজেকে নিবৃত্ত করতে পারল না। ফোন করল আটলান্টাতে অবস্থিত সিএনএন এর হেডকোয়ার্টারে, 'আপনারা কিভাবে শীতসংক্রান্ত এসব ভবিষ্যদ্বাণী করছেন?'

ওপাশ থেকে জবাব এল, 'কেন আপনি জানেন না, রেড ইন্ডিয়ানেরা এবার শীতের প্রস্তুতি হিসেবে সমস্ত জঙ্গল কেটে সাফ করে ফেলছে?'

Image may be NSFW.
Clik here to view.
http://i42.tinypic.com/33xx8d3.jpg

প্রাচীন নিদর্শন

একটি মিউজিয়াম প্রাচীন নিদর্শন কিনবে। এ কথা জানতে পেরে এক গাবরোভিয়ান তার নিজের জুতাটা দেওয়ার প্রস্তাব দেয় : আমার জুতাটা আসলে একটি প্রাচীন নিদর্শন। এই জুতো প্রথমে আমার বাবা পরে প্রথম মহাযুদ্ধে লড়েছেন। যুদ্ধ শেষে ফিরে এলে আমি জুতাটি দুই বছর পরেছি। তারপর আমার স্ত্রী স্লিপার হিসেবে ব্যবহার করেছে এবং তারপর আমার সন্তানরাও ব্যবহার করেছে। সবশেষে আমি আবারও দ্বিতীয় মহাযুদ্ধের সময় ব্যবহার করেছি... আর তাই এই জুতাটি অবশ্যই একটি দুর্লভ প্রাচীন নিদর্শন।'


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>