এন্ড্রয়িড বুস্টার এর টাস্ক মেনেজার এর কিল করা এপস আবার রিফ্রেশ করলে মূর্হতেই ফিরে আসে !!!
মানে এপসটা কিল করার পরেও অটো চালু হচ্ছে । এখন এই সমস্যা টি এপস থেকে কোথায় রিস্টার্ট বন্ধ করতে হবে ? কোথায় করতে হবে পাচ্ছি না ।
যেমন> ইয়াহু মেইল , মোবাইলার*(ফ্রিঙ বা নিমবুজ এর মত একটি এপ), থ্রি জি ওয়াচডগ, এপটু এস ডি যত বারই কিল করি ততবারই ফেরত আসে !!!
এপ টু এসডি চালু থাকে বুঝলাম কিন্তু মোবাইলার আর ইয়াহু মেইল কেন থাকবে ?
এমনিতেই মেমরীতে জায়গা নাই মানে রেম বলেন আর ফোন মেমরী বলেন এখন একটু একটু আফসুস শুরু হচ্ছে আরেকটু ভাল মানেরটা কেন নিলাম না ।
তবে চেষ্টা করছি আফসুস না করার জন্য ।
সোয়াপ মেমরী কার্ড এ তৈরী করলে কি রেম এ কি নতুনত্ব আনবে ?