১। মা ছেলেকে আখ খেতে উপদেশ দিচ্ছেন।
এতে দাঁতের মাড়ি শক্ত হয়।
ছেলে আখ চিবুতে প্রশ্ন করে এতে দাঁতের মাড়ি যদি সত্যিই শক্ত হয় তাহলে বুড়ো দাদি মাকে দিলে কেমন হয়।
২। দর্জির দোকানে জনৈক খদ্দেরঃ আমার বন্ধু বিমল এক বছর আগে যে সাফারী স্যুটটা এখান থেকে করিয়েছিল তার মেকিং চার্জটা বোধহয় এখনো বাকি পড়ে আছে। দর্জিঃ আপনি ঠিকই ধরেছেন স্যার, তা ঐ বকেয়া টাকাটা কি আপনি আজ মিটিয়ে দেবেন? খদ্দেরঃ ঠিক তা নয়, আমি ঐ একই শর্তে আমার জন্যে একটা সাফারি স্যুট করাতে চাই।