আমি বুঝতে পারছি না, এটা হাসির বাক্সে পোস্ট করব নাকি বিবিধে। মনে হয় তেমন হাসির কিছু না। যখন আমাদের চারপাশে স্বাভাবিকের থেকে কখনও ব্যতিক্রম কিছু ঘটে, সেটাকে আমরা হাসির বস্তু বানায়। তাই হালকা সাহস নিয়ে হাসির বাক্সে পোস্ট দিলাম।
কিছুক্ষণ আগে নতুন আগত "vb-coder" এর আগমনী পোস্ট দেখছিলাম। সেখানে একটা পোস্টে লাইক দিলাম। কিন্তু কানেশন স্লো হয়ে যাওয়ায় লোডিং হচ্ছিল। তখন কয়েকবার লাইক বাটনে প্রেস (পড়ুন ক্লিক) করলাম। তারপর থেকে দেখি ঐ বাটনের এই অবস্থা। মনে হয় ব্রাউজার পাগল হয়ে গেছিল।