বহুদিন থেকেই পুরোনো ক্যামেরাটা বদলাবো করে করেও করা হচ্ছিলোনা। সমপ্রতি কিছু প্রফেশনাল ফটোগ্রাফার বন্ধুদের সাথে চলাফেরা করতে গিয়ে প্রয়োজনটা আরো বেশিভাবে অনুভূত হলো।
তাছাড়া যারা আমার ফেসবুকে আছেন তারা হয়তো আমার ড্রাইভ করে ইউরোপ ট্যুরে যাবার কথা আলরেডি জানেন। এইসব মিলিয়েই সিদ্বান্ত নিলাম নতুন ক্যামেরা কেনার।
কিছুদিন খোজাখুজির পর মনেহলো আমার জন্য সবচেয়ে বেটার ক্যামেরা ক্যাননের EOS 7D। ক্যননের 5D মার্ক ২ কেনার চিন্তা ছিলো কিন্তু ফুল ফ্রেম ক্যামেরা,সিমিত ল্যান্স ওজনের জন্য আর সেখানে গেলাম না, আর বিশাল একটা প্রাইস ট্যাগতো আছেই।
এবারে আসি ল্যান্স প্রসঙ্গে।
এতদিন ধরে ক্যাননের EFs ল্যান্সগুলো ব্যাবহার করে আসছিলাম। কিন্তু প্রফেশনাল কোয়ালিটির কথা বিবেচনা করে সিদ্ধান্ত নিলাম এল L সিরিজের ল্যান্স নিবো। Luxury এর সংক্ষিপ্ত রুপ L,ক্যাননের এই সিরিজের ল্যান্সগুলা বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় আর দামী ল্যান্স।
যেহেতু আমার ফটোগ্রাফি এরিয়া হচ্ছে ওয়াইল্ডলাইফ আর ল্যান্ডস্কেপ সুতরাং একটা টেলিফটো ল্যান্স আমার জন্য বাধ্যতামুলক।
এল সিরিজের ল্যান্সের এত সুবিধার সাথে একটাই অসুবিধা হলো দাম।
নরম্যালি একটা ২৮-৩০০ এমএম ল্যান্স আপনি যেখানে ৩০০০০ টাকাতে কিনতে পারেন সেখানে একটা এল সিরিজের ২৮-৩০০ এমএম এল ল্যান্স কিনতে আপনার খসাতে হবে আড়াই লাখ (২৫০০০০) টাকা !
আমি সব বিবেচনা করে ৭০-৩০০ এমএম নিলাম যা পড়েছে দেড়লাখ টাকা (১৫০০০০)।
তাছাড়া পোর্টরেইট ফটোগ্রাফির জন্য আরো একটা নিতে হয়েছে, সেটাও পরেছে অনেক !
সবশেষে হিসেব করে ক্যামেরা আর দুই ল্যান্স মিলিয়ে পড়েছে ৩ লাখ ৭০০০০ টাকা ! Image may be NSFW.
Clik here to view. Image may be NSFW.
Clik here to view.
কথা না বাড়িয়ে চলে আসি স্পেসিফিকেশনে।
Camera: Canon EOS 7D (দাম পড়েছে: ১৩০০০০ টাকা)
Key Features
* 18MP APS-C CMOS sensor
* 8 frames per second continuous shooting
* 1080p HD video recording with manual controls
* 3.0 inch Clear View II LCD screen with 920,000 dots
* 19-point AF system (all cross-type)
* 1.0x magnification and 100% coverage viewfinder
* Wireless flash control
* Waterproof, Dust Proof
ল্যান্স ১: Canon EF 70-300mm f/4-5.6L IS USM দাম পড়েছে: ১৫০০০০ টাকা।
ডিটেইলস স্পেসিফিকেশন
Image may be NSFW.
Clik here to view.
1301447312 by Himomiya, on Flickr
ল্যান্স ২: Canon EF-S 17-55mm f/2.8 IS USM দাম পড়েছে: ৯২০০০ টাকা।
ডিটেইলস স্পেসিফিকেশন
Image may be NSFW.
Clik here to view.
Canon-EF-S-17-55mm-f-2.8-IS-USM-Lens by Himomiya, on Flickr
ছবি টেস্টিং নিয়ে পরে একটা টপিক দিবো Image may be NSFW.
Clik here to view.
তবে এই হাতে এই ক্যামেরা আর ল্যান্সসহ একটা ছবি ফেসবুকে দিয়েছিলাম। এখানেও দিলাম।
Image may be NSFW.
Clik here to view.
423582_339895946053286_100000986514402_890171_695221451_n by Himomiya, on Flickr
সবাইকে ধন্যবাদ।
আপডেট ছবি:
Image may be NSFW.
Clik here to view.
IMG_0416 by Himomiya, on Flickr