ফোরামে আজই যোগ দিলেন,ভাবছেন কিভাবে টপিক/পোস্ট করবেন?ফোরামের কোন অপসনের কাজ কি? আসুন দেখে নেই ......।
১ম এ বাংলা লিখা দিয়ে শুরু করা যাক,যারা বাংলায় লিখতে পারেন না তারা নিচের লিঙ্ক থেকে অভ্র সফটওয়ার ফ্রি ডাউনলোড করে নিন
অভ্র ডাউনলোড করতে কিল্ক করুন এইখানে
ডাউনলোড শেষ হলে ইন্সটল করুন,তারপর আইকন থেকে বাংলা সিলেক্ট করুন টাইপ করুন ইংলিশ এ ami দেখুন সেটা বাংলায় আমি হয়ে গেছে,এভাবে ইংলিশ লিখেই বাংলা টাইপ করতে পারবেন।
এছাড়াও আপনি খুব সহজে বাংলা লিখতে পারবেন ফোরামের অপশন ব্যবহার করে,নিচের ছবি দেখুন,সেই সাথে আমরা ফোরামের আর ও কিছু অপশন আর সাথে পরিচয় হব...।
ফোরামের নিজেস্ব সিস্টেমে বাংলা খুব সহজে লিখতে পারবেন – বিজয়, ফোনেটিক বাংলা এবং ইউনিজয়। বিজয় যারা ব্যবহার করে অভ্যস্ত - ইউনিজয় অনেকটা বিজয়ের মতই কিন্তু আ'কার, ই'কার এবং ঐ'কারগুলো অক্ষরের পরে দেবেন। তাহলেই দেখবেন টাইপ করা কত সহজ ইউনিজয়ে।
ফোনেটিক অপশন ব্যবহার করে ইংরেজিতে বাংলা উচ্চারন টাইপ করে বাংলা লেখা সম্ভব। যেমন,"ভাত" লিখার জন্য আপনি ইংরেজি কিবোর্ডে লিখতে পারেন "vat" যা আপনা থেকেই বাংলায় "ভাত" হয়ে টাইপ হবে। নিচের ছবি দেখুন
প্রথমে কিভাবে নতুন টপিক/পোস্ট করেবন সেটা দেখা নেয়া যাক
আপনার টপিক/পোস্ট কি বিষয় সেটা নির্ধারণ করুন। সাহিত্য/সংস্কৃতি/তথ্য-প্রযুক্তি/রাজনীতি/বিজ্ঞান... আপনার বিষয় অনুযায়ী সেই বিভাগের উপরে ক্লিক করে সেই বিভাগের ভিতরে ঢুকুন, (আমি এইখানে পরামর্শ-সমস্যা-সমাধান বিভাগ ব্যবহার করছি)
এরপর নিচের চিত্রের মত পেইজ আসবে, হলুদ দাগ দেয়া চিহ্নিত অংশটিতে "নতুন টপিক পোস্ট করুন" ক্লিক করুন
এরপর নিচের মত খালি একটা পেইজ আসবে,সেখানে "পোস্টের বিষয়" লিখুন,এরপর কি লিখতে চান টা "বিস্তারিত লিখুন" এর বক্স এ লিখুন ট্যাগ অপশন এ ট্যাগ মানি আপনার পোস্টের সাথে সংশ্লিষ্ট কি-ওয়াড লিখুন যেটা আপনার টপিক খুব সহজেই খুঁজে পেতে সাহায্য করবে।
প্রয়জন মত ইমটিক যোগ করুন
টপিকে কি কি যোগ করার অপশন আছে,কোন অপশন ক্লিক করলে কি হবে সেটার সাথে পরিচয় হন
কোন অপশন দ্বারা কি নির্দেশ করছে?
B-=লেখা বোল্ড করা,লেখা বোল্ড করতে চাইলে এটি ব্যবহার করুন। প্রয়জন ছাড়া লেখা বোল্ড করা থেকে বিরত থাকুন যেমনঃ
I = ইটালিক হরফে লেখা,আপনি ইটালিক হরফে লিখতে চাইলে এই অপশনটি ব্যবহার করুন
যেমনঃ
U =লেখা আনডার লাইন করা লেখা আন্ডারলাইন করতে চাইলে এভাবে লিখুনঃ
=এইটি লিঙ্ক (ur) যোগ করতে ব্যবহৃত হয়।লিঙ্ক যোগ করতে লিখুনঃ
=ইমেইল এটাচ করতে পারেন এই অপশনটির মাধ্যমে।পূর্বের নিয়মে লিখুন
= ছবি যোগ করতে এই অপশনটি ব্যবহার করুন যেমনঃ
= কোন লেখা লিস্ট আকারে দিতে চাইলে এই অপশন ব্যবহার করুন, অটোমেটিক লিস্ট আকারে লেখা চলে আসবে। যেমনঃ
এই অপশনে আপনি যদি শুধু * দেন তাহলে ডিফল্ট বুলেট আসবে
আর আপনি যদি list=* দেন সেক্ষেত্রে ডিফল্ট আসবে চেঞ্জ করে List=1 দিলে বুলেটের বদলে নাম্বার আসবে আর শুধু * দিলে অটোমেটিক লিস্ট টযাগ এড হয়ে যাবে।
=ইনভাইটেড কমা/উদ্ধৃতির ভিতর লেখা, যেমন এই ভাবে
আপনার লেখা
লিখতে চাইলে লিখুন
= কোড করা, একই ভাবে লিখুন quote মত।
= ভিডিও যোগ করা।ভিডিও যোগ করতে অপশন এ ক্লিক করে যে ভিডিওটি শেয়ার করতে চাচ্ছেন তার লিঙ্কটি কপি করে পেস্ট করুন এইভাবে
=অডিও শেয়ার করার জন্য পূর্বের ভিডিওর নিয়মে যে অডিও শেয়ার করতে চাচ্ছেন তার লিঙ্ক কপি করে অপশন ক্লিক করে একই নিয়মে লিখুন
=লেখা কালার করা,লেখাকে রঙ্গিনভাবে উপস্থাপনের জন্য এই অপশনটি ব্যবহার করুন। আপনি আপনার লেখাটি যেই রঙ্গে লিখতে চান সেই রঙের ইংলিশ নাম লিখুন ( (আমি এইখানে সবুজ ব্যবহার করলাম,) এইভাবে লাল রঙ/কালি ব্যবহার করবেন না, কারন এটি ফোরামের মডু/এডুদের জন্য
সবশেষে সাবমিট করুন
কিভাবে অন্যান্য ফোরামিকদের টপিকে মন্তব্য করবেন?
যে টপিকে উত্তর দিতে চাচ্ছেন সেই টপিকের নিচে দেখুন নিচের ছবির মত বক্স আছে কিনা?নিচের ছবির মত কাজ করুন
অন্যান্য অপশনের ব্যবহার :
কোন টপিকে কারও মন্তব্বের জবাব দিতে চাইলে কি করবেন? নিচের চিত্রে দেখুন
কিভাবে একটি লেখাকে পছন্দের তালিকায় নিবেন/বন্ধুদের সাথে শেয়ার করবেন?নিচে দেখুন
কোন ধরনের প্রস্ন থাকলে এই টপিকে জানান দিন এবং ছবিসহ টপিক/পোস্ট করতে নতুন ফোরামিকরা ছবিসহ টপিক/পোস্ট করতে পারছেন না? টিপস দেখে নিন এই টপিক দেখুন, ধন্যবাদ ।