অন্ধকার সমাজ
গগন মাঝে তিমির ঢাকা
চলছে সমাজ আঁকা বাঁকা।
মানুষ আজ আর নেইকো মানুষ
বিত্তের খোঁজে হচ্ছে বেহুঁশ।
ধর্ম কর্ম ভুলে সব আজ,
করতে আছে যত কু কাজ।
আমার বাংলার সোনার মাটি,
হচ্ছে আজ মরণ ঘাঁটি।
সমাজের আজ সকল কোণে,
অন্ধকারে জাল বুনে।
বিঃদ্রঃ অনেকদিন পরে লিখলাম। কেমন হল জানি না।