Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

''অনুভব''

$
0
0

আধারের মাঝে সবুজ দিয়ে একেছি বৃত্ত ,

কেন্দ্র থেকে ঝুলিয়ে দিয়েছি চাঁদ

হালকা বাতাসের শিরশিরানি , ছুয়ে নীলচে মনের জল্

ফোটা পদ্মের সৌন্দর্য্য মেখে দিলাম ,

নীলাম্বরী তোমার আঁখিপাতে

যদি ভাবো স্বপ্ন , নিশ্বাসের উষ্ণতায় চমকে দেব

অবাক জোত্স্নার এক ফালি আকাশ ,

তোমার নামে দলীল দেব !

প্রগাড় চুম্বনের মাদকতা ,

এঁকে দেব রাত্রীর অধ্যায়ে

মহাশুন্যের নিস্তব্ধতায়্,

দুরন্ত চাওয়ার অঙ্গিকারে বাধবো ঘর্

বৃত্তটাকে চার দেয়ালে ঢেকে দিয়ে !

তোমার প্রচন্ড আকর্ষনে দিশাহারা

কালপুরুষের সাথে হবে যুদ্ধ !

অনেক বাধার পর একটু ঝলক হাসি ,

জানান দেবে তিরতির কম্পমান ঠোট ,

কতটা ভালবাসা তোমার হৃদয়ে জমা !


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>