বোনাস বান্ডেলঃ
১. নারীর মন স্বচ্ছ পানির মতো। আর পুরুষের মন মাল্টিফাংশন মোবাইল ফোনের মতো
।
পানিতে মোবাইল পড়ুক কিংবা মোবাইল পানিতেই পড়ুক ক্ষতিগ্রস্ত হয় মোবাইলটাই।
২. ছাত্রঃ অর্থনীতি পড়ে আমি কি ধনী হতে পারব?
শিক্ষকঃ না ।
ছাত্রঃ অর্থনীতি পড়ে আমি কি গরীব হতে পারব?
শিক্ষকঃ না ।
ছাত্রঃ অর্থনীতি পড়ে তাহলে আমি কি হতে পারব?
শিক্ষকঃ তুমি এখন কোন অবস্থায় আছ সেটাই শুধু ব্যাখ্যা করতে পারবে।৩. আপনি কি সাঁতার জানেন
?
সাঁতার শেখার সুযোগ হয়ে উঠেনি, স্যার।
তাহলে কী ভেবে আপনি নৌবাহিনীর সাক্ষাৎকার দিতে এসেছেন?
মাফ করবেন, স্যার; তাহলে কি আমি মনে করব যে বিমানবাহিনীর আবেদনকারীরা উড়তে শেখার পর আসে।
৪. প্রেমিক : তোমার বাবার কাছে আমাদের বিয়ের কথা বলেছো?
প্রেমিকা : বলেছি।
প্রেমিক : তোমার বাবা কী বললেন?
প্রেমিকা : তিনি জানতে চাইলেন, তোমার ব্যাঙ্কব্যালেন্স কত আছে।
প্রেমিক : তুমি কী জবাব দিলে?
প্রেমিকা : যা সত্যি তাই বললাম, পাঁচলাখ।
প্রেমিক : তোমার বাবা কী বললেন?
প্রেমিকা : টাকাটা ধার চাইলেন।
৫. জেবা জানিস, আমার প্রেমিক সবাইকে বলে বেড়ায় সে একটা সুন্দরী মেয়েকে বিয়ে করতে যাচ্ছে।
ছিঃ ছিঃ! এতদিন তোকে বিয়ে করবে বলে প্রেম করল, আর এখন কিনা এই মতলব?
সূত্রঃ কালের কন্ঠ (ঘোড়ার ডিম)