হাওয়া ভবন নিয়ে এক সময়ে ঝড় সৃস্টি হয়ে ছিলো, যার ফলশ্রুতিতে বি.এন.পির ভরা ডুবি হয় গত নির্বাচনে,
কিছু দিন পুর্বে পত্রিকায় প্রকাশিত হল কিছু রাজনৈতিক ব্যাংকের খবর, কিছু রাজনৈতিক নেতারা ৪০০ কোটি টাকা করে জমা দিয়ে ব্যাংক তৈরী করছেন, এত টাকার উৎস কি এটা কি জনগনের জানার অধিকার আছে কিনা জানিনা, তবে একটাকার মালিক তারা কিভাবে হলেন তা নিয়ে কৌতুহল থেকেই যায়, জনগনের মনে প্রশ্ন আরো কয়েকটি হাওয়া ভবন সৃস্টি হচ্ছে কি?
মন্ত্রীর এপিএসের গাড়ীতে টাকা পাওয়া যায় আর এ,পিএসকে ছেড়ে দেয়া হয়.............কোটি টাকা খরচ করে নেতা হ্যালিক্পটারে চড়ে বিয়ে করে.............আবার বলেন আমরা তত্বাবধায়ক সরকার চাই না (!)
আর প্রতিদিনের পত্রিকা খুললেই চোখে পড়ে টেন্ডার বাজী ও লুটপাটের খবর.