Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

ভাষা ভিত্তিক সাম্প্রদায়িকতা দূষণীয়

$
0
0

লেখাটি ফেসবুকে এক বন্ধুর পোস্ট। লেখাটির সাথে আমি একমত। আপনাদের কি মত?

ইংরেজি সনের সাথে ইংরেজি ভাষার যেমন কোন সম্পর্ক নেই, বাংলা সাল বা বঙ্গাব্দ এর সাথে বাংলা ভাষার কোন সম্পর্ক নেই। "বাংলা সাল" এর "বাংলা" বলতে স্থান (Geographic Region) বোঝানো হয়, ভাষা নয়।

বাংলাদেশে ইসলাম ধর্ম ভিত্তিক সাম্প্রদায়িকতা যেমন নিন্দার চোখে দেখা হয়, তেমনি প্রশংসার চোখে দেখা হয় বাংলাভাষা ভিত্তিক সাম্প্রদায়িকতাকে। এমনকি বাংলাভাষা ভিত্তিক সাম্প্রদায়িকতাকে দেশপ্রেমের পূর্বশর্ত হিসাবে ধরেন কেউ কেউ। কিন্তু আমার মতে, সাম্প্রদায়িকতা দূষণীয়, তা সেটা ধর্ম ভিত্তিকই হোক আর ভাষা ভিত্তিকই হোক।

বাংলাদেশের মানুষ মোট ৩৯টি ভাষার কথা বলে এর মধ্যে অন্যতম ভাষা গুলা হচ্ছেঃ
বাংলা - ১০ কোটির বেশি
চাটগাঁইয়া - ১ কোটি ৪০ লক্ষ
সিলেটি - ৭০ লক্ষ
নোয়াখাইল্যা - ?
উর্দু - ৩.২৫ লক্ষ
বর্মী - ৩ লক্ষ
চাকমা - ৩ লক্ষের বেশি
আরাকানীয় - ২ লক্ষ
ওরাওঁ/সাদরি - ১.৬৫ লক্ষ
সাঁওতালি - ১.৫ লক্ষ
গারো - ১ লক্ষ
তিপ্পেরা - ১ লক্ষ
কক বরক - ১ লক্ষ
ম্রু - ৮০ হাজার
বিষ্ণুপ্রিয়া মণিপুরী - ৪০ হাজার

সুত্রঃ এথ্‌নোলগ-এর ১৫শ সংস্করণ (২০০৫)
http://bn.wikipedia.org/wiki/বাংলাদেশের_ভাষা


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>