Quantcast
Viewing all articles
Browse latest Browse all 15150

বুঝলাম না কি হইল ! কেউ একটু বুঝাইয়া দিবেন ?

প্রায় এক সপ্তাহ আগে প্রজন্মে লগ ইন করেছি । দেখি ফোরাম বার্তা লেখা
"আপনাকে এই ফোরামে নিষদ্ধ করা হয়েছে ।" এর পর একটি ইমেল এ্যড্রেস দিয়ে এডমিনের সাথে যোগাযোগ করতে বলা হল । বেশ খানিকটা রাগ ও কষ্ট নিয়েই আমি এডমিনকে ইমেল করলাম । কারন আমি কখনো ব্যান হওয়ার মত কিছু করি নাই । যাহোক , ইমেল পাঠানোর পর একদিন গেল দুদিন গেল এভাবে কয়েকদিন কেটে গেল । তারপর গতকাল ইমেল চেক করতে গিয়ে পেলাম কাঙ্ক্ষিত ইমেলটি । যাহোক সেখানে লেখা আছে তা এরকম
"আপনার নাম ব্যান তালিকায় খুঁজে পেলাম না । আপনি ফোরামে প্রবেশ করে দেখুন ।" [পরবর্তীতে প্রজন্মে ঢুকতে পারলাম] ঘটনা টা আসলে কি ঘটেছিল । যাদের জানা আছে তারা জানাবেন যাতে পরে আর কেউ এই বিড়ম্বনায় না পড়েন ।


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles