Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

সোনামনি লক্ষি আমার ।

$
0
0

আব্বুর লেখা অনেক পুরোনো একটা গান । যতদূর মনে পরে আমার আপুর জন্য লিখেছিল আব্বু । সুরও করেছিলেন তিনি । কিন্তু আমি সেই সুর কে ঘষা মাজা দিয়া নতুন একটা গানের জন্ম দিলাম big_smile । নতুন নতুন কীবোর্ড বাজানো শিখেছিতো । তাই ভাবলাম আব্বুর গানটা দিয়েই শুরু করি । কিন্তু আব্বু টের পাইলে আমার খবর আছে  lol । ভোকাল নাই । খালি মিউজিক smile

লিরিকঃ

সোনামনি লক্ষি আমার
শুনবে যদি গান
কাছে এসো কর না আর
মিথ্যে অভিমান ।।

রাক্ষসেরি দেশে এসে
রাজারই কুমার
থামল এসে ঘুমের দেশে
পঙ্খিরাজও তার ।

সোনার খাটে রাজার মেয়ে
ঘুমিয়ে ছিল মধুর হেসে ।।
সোনার কাঠি রেখে পায়ে
ঘুম ভাঙ্গালো তার ।

গানে গানে গল্প বলা
সাঙ্গ হল আজ
বলব আমি গল্প তোমায়
কালকে আবার । ।

গানের সুর ১(৯০০ কেবি)
গানের সুর ২(৯০০ কেবি)


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>