Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

সিলেটের সাবেক সাংসদ ইলিয়াস আলী গুম, আগামীকাল সিলেটে হরতাল

$
0
0

এই সরকারের আমলে মানুষ কেন খালি গুম হয় তা বুঝি না  hairpull

সিলেট-২ আসনের বিএনপি দলীয় সাবেক সাংসদ ইলিয়াস আলীকে পাওয়া যাচ্ছে না। তবে তাঁকে বহনকারী গাড়িটি গতকাল মঙ্গলবার গভীর রাতে রাজধানীর বনানীর আমতলীর সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে পুলিশ উদ্ধার করে। গাড়িটির চারটি দরজাই খোলা ছিল এবং গাড়ির আসনে তাঁর মোবাইল ফোনটি পড়ে ছিল।
বনানী থানার উপপরিদর্শক (এসআই) ফাইজুর রহমান প্রথম আলো অনলাইনকে বলেন, রাত দেড়টার দিকে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে একটি গাড়ির চারটি দরজা খোলা অবস্থায় পাওয়া যায়। গাড়ির আসনে একটি মোবাইল ফোনও পাওয়া যায়। পুলিশ ওই মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে জানতে পারে গাড়িটি বিএনপির সাবেক সাংসদ ইলিয়াস আলীর। গাড়িটি বনানী থানায় রাখা হয়েছে। তবে পুলিশ ইলিয়াস আলীর কোনো খোঁজ জানতে পারেনি।
ইলিয়াস আলীর স্ত্রী তাহমিনা রুশদী প্রথম আলো অনলাইনকে বলেন, তাঁর স্বামী রাত ১০টার একটু পরে গাড়ি নিয়ে বাসা থেকে বের হন। এ সময় গাড়ির চালক তাঁর সঙ্গে ছিলেন। রাত ১২টা পর্যন্ত তাঁর সঙ্গে পরিবারের কথা হয়েছে। কিন্তু এর পর তাঁর মোবাইল ফোনে ফোন করলেও অপর প্রান্ত থেকে সাড়া মেলেনি। গভীর রাতে পুলিশ তাঁদের জানায়, ইলিয়াস আলীকে বহনকারী গাড়িটি দরজা খোলা অবস্থায় পাওয়া গেছে। তবে তাঁর কোনো খোঁজ পুলিশ দিতে পারেনি।
ইলিয়াস আলী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি। তাঁর বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার রামদানায়। সিলেটের শাহজালাল উপশহরে তাঁর বাসা আছে। তবে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে ঢাকায় থাকেন।
সিলেট থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, ইলিয়াস আলী ১৮ ডিসেম্বর গাড়ি পোড়ানোর মামলায় গতকাল সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাজিরা দিয়ে ঢাকায় চলে যান।
সিলেট জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ দিনার ও একজন ছাত্রদল কর্মী ৩ এপ্রিল ঢাকা থেকে নিখোঁজ হন। দিনারের পরিবার ওই ঘটনায় শাহপরান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সরকার তাঁদের গুম করেছে বলে ইলিয়াস আলী বিভিন্ন সময় অভিযোগ করে আসছিলেন।

বিএনপির সাবেক সাংসদ ইলিয়াস আলীর নিখোঁজের প্রতিবাদে সিলেট জেলায় কাল বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা ও মহানগর বিএনপি।
আজ বুধবার বেলা ১১টায় সিলেট শহরের কোর্ট পয়েন্টে এক প্রতিবাদ সমাবেশ থেকে সিলেট মহানগর বিএনপির সভাপতি এম এ হক এ হরতালের ঘোষণা দেন।
এদিকে ইলিয়াস আলীর নিখোঁজের খবরে আজ সকালে রশিদপুর এলাকায় গাছ ফেলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছেন দলীয় নেতা-কর্মী ও এলাকাবাসী। ফলে ঢাকা-সিলেট মহাসড়ক ছাড়াও বিশ্বনাথ, দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ উপজেলার সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল সাড়ে নয়টার দিকে বিএনপির ক্ষুব্ধ নেতা-কর্মী ও এলাকাবাসী গাছ ফেলে মহাসড়ক অবরোধ করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল ১১টা) অবরোধ চলছিল।
ইলিয়াস আলীর নির্বাচনী এলাকা বিশ্বনাথ, বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলায়ও বিক্ষোভ চলছে।

www.prothom-alo.com/detail/date/2012-04-18/news/241096
http://www.prothom-alo.com/detail/date/ … ews/241095


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>