আমি আমাদের বিল্ডিংয়ের জন্য একটি জেনারেটর কিনতে চাই। জেনারেটর হতে হবে গ্যাস/ডিজেল চালিত। আমার চাহিদা ৫১০০ ওয়াট অর্থাৎ ৫.১ কিলোওয়াট। এখন সমস্যা হচ্ছে জেনারেটরের ব্যপারে কোন ধারনা নেই। আমাকে নিম্নোক্ত ব্যাপারে (বিশেষ করে তড়িৎ প্রকৌশলী ও অভিজ্ঞগণ) অনুগ্রহপূর্বক সহায়তা করুন:
১) ডিজেল/গ্যাস জেনারেটরের সুবিধা অসুবিধা কি কি?
২) মাসিক রক্ষণাবেক্ষন খরচ কি রকম হতে পারে?
৩) কোন কোম্পানীর জেনারেটর ভালো হতে পারে - ওয়ালটন / মিৎসুবিশি / হোন্ডা / ইন্ট্রাকো?
৪) জেনারেটর কেনার পূর্বে ও পরে কোন বিষয়গুলো লক্ষনীয় (বিশেষ করে নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ জনিত ব্যাপারগুলো)?
ধন্যবাদ।