Quantcast
Viewing all articles
Browse latest Browse all 15150

আবারো ফেসবুকে প্রধানমন্ত্রীকে হুমকি(!), তার নিরাপত্তা চেয়ে জিডি

প্রধানমন্ত্রীর নিরাপত্তা আরো বাড়ানোর জন্য জোর দাবী জানাচ্ছি। কিন্তু স্টাটাস এ  শেখ হাসিনার নাম তো খুঁজে পেলেম না !!!

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এ বি সিদ্দিক । তিনি জননেত্রী পরিষদ নামে একটি সংগঠনের সভাপতি। জিডিতে তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক হাফিজুর রহমান রানা। তিনি তার ফেসবুকে প্রধানমন্ত্রীকে গুলি করে হত্যার হুমকি দিয়েছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে শাহবাগ থানার এসআই বিপ্লব কুমার শীল বলেন, এখনও অভিযোগ সম্পর্কে  জানি না। বিস্তারিত তথ্য নেয়ার পর প্রকৃত বিষয় বুঝতে পারবো।

ফেসবুকের স্টাটাসটি ছিল, "হায়েনা ওই হায়েনা তুই দেশকে খেয়েছিস, এখন বুয়েটকে খাবি- পারবি না! আমরা বুয়েটের শিক্ষকরা ও সাধারণ ছাত্রছাত্রীরা হচ্ছি শিকারি। প্রথমে তোর মাথাতে গুলি করবো, তারপর তোর পেটে। তারপর মাথা কেটে বুয়েটের গেটের সামনে টানিয়ে রাখবো।"

ফেসবুকের রানার এ ওয়ালে লাইক দিয়েছে ৭৭ জন এবং মন্তব্য করেছে ১৩ জন।


http://www.mzamin.com/index.php?option= … ;Itemid=83


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>