Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

ফালতু টিপস ২: ফোরামে Error দেখলেই ভয় পাবেন না

$
0
0

[ডিসক্লেইমার: ফোরামে সম্ভবত আমি-ই একমাত্র ব্যক্তি যে সবার কাছ থেকে উপকার নিয়ে বেড়ায় কিন্তু অন্যকে উপকার করার কোনো সাধ্য নাই- কারণ আমি টেকি-অন্ধ! কিন্তু মাঝেমধ্যে সাধ-আহ্লাদ হয় দুয়েকটি টিপস দেবার। এই ফালতু টিপস সিরিজ সেরকমই আহ্লাদের আউটপুট। আমরা মাঝেমধ্যেই এমন কিছু সমস্যায় পড়ি যেগুলো অন্যকে বললে হাসবে, কিন্তু যে সমস্যায় পড়েছে তার কাছে সেগুলো বিশাল কিছু একটা! ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে এসব সমস্যার সমাধান কীভাবে করা হয়েছে- তারই ভিত্তিতে এই সিরিজ চলবে। সুতরাং ফালতু টিপস থেকে সিরিয়াস কিছু আশা করা যাবে না।]

প্রথম ফালতু টিপস [http://forum.projanmo.com/topic34799.html] থেকেই এই দ্বিতীয় ফালতু টিপসের জন্ম। টাইপ করতে আমার কষ্ট হয় না, কিন্তু মাথা থেকে একই জিনিস দুবার বের করতে মারাত্মক কষ্ট হয়- ফলে প্রথম ফালতু টিপসটি লিখে সাবমিট বাটন প্রেস করার পর যখন নিচের বার্তাটি আসলো, তখন মেজাজটা প্রচণ্ড খারাপ হয়ে গেল- আবার লিখতে হবে এই ভেবে! বার্তাটি হলো:

An error was encountered

Note: For detailed error information (necessary for troubleshooting), enable "DEBUG mode". To enable "DEBUG mode", open up the file config.php in a text editor, add a line that looks like "define('FORUM_DEBUG', 1);" (without the quotation marks), and re-upload the file. Once you've solved the problem, it is recommended that "DEBUG mode" be turned off again (just remove the line from the file and re-upload it).

মেজাজ খারাপ করে ব্রাউজার বন্ধ করে আবার চালু করলাম। বরাবর যেটা করি, বুকমার্কে থাকা ফোরাম ওপেন করে "নতুন পোস্ট"-এ ক্লিক করে দেখি ফালতু টিপস ১ ঠিকঠাকমতোই পোস্ট হয়েছে। তার মানে, বার্তায় Error, DEBUG ইত্যাদি যা-ই দেখাক না কেন, পেছন দিয়ে কাজ ঠিকমতোই হয়েছে smile। মাঝখান থেকে কেবল একটুখানি ভড়কে দিল, এই যা!

অনেক সময় নির্দিষ্ট টপিক ওপেন করার সময়ও কিন্তু এরকম হতে পারে। চিন্তা নেই; কারণ এখানেও আছে ফালতু টিপস! পোস্ট সাবমিট করার পর বা কোনো টপিকে ক্লিক করার পর যদি উপরের বার্তাটি আসে, তাহলে আপনার বাড়তি কিছু করার দরকার নেই, জাস্ট রিফ্রেশ দেন, দেখবেন যে পেইজ ওপেন করতে চেয়েছিলেন, সেটিই ওপেন হয়েছে। big_smile

এবার বুঝলেন তো, ফালতু টিপস নামকরণের স্বার্থকতা!


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>