Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

একটি ফেসবুকিয় কথামালা - আল মাহমুদ

$
0
0

গতকল্য ঘটনার কথা সবাই জানেন  sad । একটি নীল কালিতে লেখা কিছু বিক্ষিপ্ত কথামালার রেশারেশিতে পড়ে আমি সহ আরো অনেকেই বিষন্নতায় ভুগছেন  sad ( আমি মনে করি ) ।

কিছু কিছু ফোরামিকদের মাহমুদকে বোঝাতে গিয়ে তাহার ও  love র সম্বন্ধে একটা কথা খুজে পাওয়া গেছে আর সেটা হচ্ছে - "সামান্য একটা মেয়ের জন্য "

ওর কাছ থেকে ঐ মেয়েটা কতুটুকু জায়গা করে নিয়েছে সেটা সম্বন্ধে কিছুদিন আগেই ওর সাথে আমার আলোচনা হয়েছিল তাহার ই কিছু কথামালা অগোছালো ভাবেই তুলে ধরলাম  sad


কথাগুলো বলার আগে ওর সাথে অনেক কথা হয়েছিল আমার । তার হাত ভাঙ্গার দিন সেই মেয়েটি এসেছিল নিম্নের কথা থেকেই দেখুন



Jems Bond (April 14) :   smile

আল মাহমুদ (April 14) : aj amar gf onek kosto korse. amar khobor soone se bari theke comilla ase geche amake haspatale niye doradori sob korse

Jems Bond(April 14) :  surprised  big_smile bhaloi to , ekebare gola doradori bepar

আল মাহমুদ (April 14) : haso na
   
Jems Bond(April 14) :Gf kasee tar upor seba ,  aha tumi to puruta year e eta paba  big_smile

আল মাহমুদ (April 14) :  na o akhon bari chole geche   

তার ২ দিন পর

ও আসতেছে


আল মাহমুদ - ও আসতেছে  love

Jems Bond :  আমি জানি কেডা কইয়া দিমু নাকি ভাবতাছি wink

আল মাহমুদ big_smile
    
ছোট মহাপুরুষ : কন কন
    
Jems Bond :মাহমুদ কি বলে tongue
    
ছোট মহাপুরুষ : আল মাহমুদ big_smile বলছে, তার মানে রাজি
    
আল মাহমুদ : শুনি
    
শান্ত বালক :  হুমমম।
    
Jems Bond : যিনি ভাইজানের হাত ভাঙ্গার খবর পাইয়া ১৫ কি।মি। দূর হইতে দৌড় দিয়া ছুটে এসে ধরাধরি করে হাসপাতালে নিয়া গেছেন >>> wink
    
ছোট মহাপুরুষ : খাইসে আমারে, পুরাই খাইসে ...।

আইজ আর কুনো কনফিউশন নাই আমার

রাত ১২ টায় সুইসাইড করমু, sad sad
    
Jems Bond: মেহেদী ভাই উনার বাড়ি কিন্তু আমাগো দুই জনের আশেপাশেই big_smile
    
ছোট মহাপুরুষ : smile
    
আল মাহমুদ : জেমস ভাই ১৫ না ওদিন ২২ কিমি দূরে ছিলাম
    
Jems Bond : আহা তুমি বুঝতে পার নাই ইলিয়টগঞ্জ এবং কোম্পানিগঞ্জ অথবা ভিক্টোরিয়া কলেজের আশে পাশের এরিয়া সম্বন্ধে কোন আইডিয়াই তুমার নাই tongue
    
ছোট মহাপুরুষ : he he
    
আল মাহমুদ : ওদিকে না
    
Jems Bond : কোনদিকে তাইলে big_smile
    
Jems Bond : ক্যন্টমেন্ট কি আমরা চিনি না নাকি wink
    
আল মাহমুদ : করসি বিশ্বরোডে
    
আল মাহমুদ : আর হে থাকে লাকসাম
    
Jems Bond: লাকসাম কুমিল্লা হে হেহ হে হে আরো কি জানো কইয়া দেও tongue
    
আল মাহমুদ : আর কি
    
Jems Bond :গায়ের রঙ , কোন আলোয় দেখতে কেরুম লাগে , কি খাইতে পছন্দ করে - ফুচকা , বাদাম ইত্যাদি ইত্যাদি যা আছে বলতে পারো big_smile
    
আল মাহমুদ : শ্যাম বর্ণ, সব আলোতেই ভালো লাগে, ফুচকা, তয় আমি কোনদিন খাওয়াই নাই big_smile আবার প্রশ্ন কর
    
Jems Bond: উচ্চতা , চোখের কালার , চুল কতটুকু লম্বা , কন্টিনিউ tongue
    
আল মাহমুদ : ৫'১/২" হবে, কাল, কোমর+, আবার big_smile
    
Jems Bond: আরেহহ নাম টাই তো জানা হলো না এবং সেই সাথে ফেবুর আইডিটা ও tongue
    
আল মাহমুদ : নাম টা গোবাতে দিলাম, আর নেট কি তাই জানে না
    
Jems Bond: কি রঙ তার ভাল লাগে , কোন মুহুত্র সে বেশি এক মনে করে নিজেকে , কেন সে শুধু তুমাকেই চয়েস করলো , - কন্টিনিউ
    
আল মাহমুদ : সাদা কাল, যখন আমাকে দেখে না, আমার মত ছেলে পাইব কই সে tongue tongue
    
Jems Bond: কখন ও তাকে গান শুনিয়েছেন , কোন ধরনের গান উনার পছন্দ , নায়ক -নায়কি পছন্দের কে কে , আপনার সম্বন্ধে তার বিশ্বাস কতটুকু - কন্টিনিউ tongue

    
আল মাহমুদ : না, রোমান্টিক, সিরিয়াল দেখে তাই নাম জানি না, আজকাল বিশ্বাস মাসাল্লাহ
    
Jems Bond: এগুলো আবার নিজের কথা নাকি তার কথা (সন্দেহ হইতাছে )
    
আল মাহমুদ : না হাছা তাঁর কথা

Jems Bond: হুম । উনি এখন ও কি ছাত্রি ? কোন কলেজে অথবা ক্লাসে পড়েন - শেষ আইজকার লাইগা big_smile
   
আল মাহমুদ : হুম, একাদশ এ পড়ে



কথাগুলো নিয়ে আমি একটা সুন্দর প্লান করেছিলাম বাট সেটা মাহমুদ হইতে দিল না sad , গতকালের কথার রেশ ধরেই ভেবেছিলাম সেগুলো আসলেই মজা । উপরের কথার সাথে মিল করে যদি ঐ সব এলাকায় কোন মেয়ে আত্মহত্যা করে থাকে তা হলে খবরের পাতায় মাহমুদ এর দেওয়া চরিত্র এর সাথে অবশ্যই মিলবে ।

যাহারা  ঐ সব এলাকার আশেপাশে আছে খোঁজ করুন , দেখুন ঘটনা কি ?

ছেলেটা আমার সাথে ফ্রি মাইন্ডেড ছিল  smile , বাট এইটা কি করল সে  confused




http://i.imgur.com/koKTW.png



মাহমুদ তুমি ফিরে এসো  neutral


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>