ইজি বিসিডি দিয়ে বুটলোডার এডিট করেছিলাম।এখন গ্রাব এ উইন্ডোজের জন্য ২টা এন্ট্রি দেখায় প্রথমটা সিলেক্ট করলে আরো ২টা অপশন দেখায়ঃউইন৭ আর মাইক্রোসফট উইন ৭।এগুলো ডিলিট করার উপায় আছে?
আপডেটঃ বুটলোডার এডিট করার পর উইন৭ হাইবারনেট হচ্ছিলোনা।উবুন্টুতে জিপার্টেড ওপেন করে দেখি sda1 এ boot ফ্ল্যাগ দেয়া।উইন৭ ওখানেই ইন্সটল করা।তার উপরে ১০০ এমবির একটা পার্টিশন।boot ফ্ল্যাগ ওটাতে সেট করতেই হাইবারনেশনের ঝামেলা মিটে গেল।
গ্রাব এর কনফিগারেশন ফাইল এডিট করে অপ্রয়োজনীয় এন্ট্রি বাদ দেয়া যায় জানি।কিন্তু উইন ৭ অপশন সিলেক্ট করলে যে আরেকটা মেনু দেখায় ওটা বাদ দেয়ার উপায় জানতে পারলে ভাল হত।