বাবা আমার
বাবা আমার হারিয়ে গেছে, অনেক বছর আগে,
বাবাকে আমি খুঁজে বেড়াই হাজার লোকে দ্বারে।
বাবা নামের মধুর ডাকটি হলনা মরো ডাকা
ছোট কাল থেকে রয়ে গেল বাবার আসন ফাঁকা।
সবাই ডাকে বাবা বাবা আমি ডাকি মা
হাজার লোকের ভিড়ে খুঁজে বাবাকে পেলাম না।
বাবা আমার হারিয়ে গেছে, কালো মেঘের মাঝে
তাই বুঝি আর খুঁজে পাইনা বাবার চাঁদ মুখখানাকে।
খুঁজে যদি পেতাম বাবার চাঁদ মুখ
ভুলে যেতাম এই পৃথিবীর শত দুঃখ।
দুখের মাঝেও খুঁজে পেতাম শত সুখ
খুঁজে যদি পেতাম আমি বাবার মুখ।।