গত দুদিন থেকেই কোন অজানা কারনে মনটা খারাপ ছিল। মাঝে মাঝেই আমার এমনটি হয়। কোন কারন ছাড়াই মনটা খারাপ হয়ে যায়। মনের ভিতর কেন যেন একটা শুন্যতা অনুভব করি। মন খারাপ হলেই আমি অতি আপন, অতি কাছের কিছু মানুষকে ফোন করি। গত দুদিন থেকে চেষ্টা করছিলাম সেরকম একজন মানষীকে ফোন করতে। কিন্তু কেন জানি তাকে পাচ্ছিলাম না ফোনে। হয়তো আমার সময় নির্বাচনে ভূল ছিল। অবশেষে আজ পেলাম। সিন্ধান্ত নিলাম নিজেকে ভিন্নভাবে তার কাছে উপস্থাপন করবো। করলামও তাই। ভেবেছিলাম হয়তো সে আপত্তি জানাবে। কিন্তু আপত্তি জানায়নি সে। অন্যদিনের মতই স্বাভাবিক ভাবে কথা বলেছে আমার সাথে।
অথচ আমি দীর্ঘ ১৩ বছর ধরে শুধু ভেবেছি তাকে "তুমি" করে সন্মোধন করবো। হোক সে আমার দুই বছরের সিনিয়র। তাতে কি, তাকেতো আমি পছন্দ করি, ভালবাসি, বন্ধু ভাবি। তারপরও এতোটা বছর চলে গেছে তবুও তুমি করে বলা হয়ে উঠেনি। কারন তার সাথে এর বাইরে অন্য একটা সম্পর্ক থাকার কারনে। বন্ধুত্বটা তার সাথে আমার ছিল, আছে, ইনশাল্লাহ আগামিতেও হয়তো থাকবে। বন্ধুত্বটাতো কাউকে ঘটা করে বলার দরকার হয়না যে " তুমি আমার বন্ধু"। শুধু ভালবাসার ইজহারটা প্রত্যেকের জীবনেই জরুরি। সে জানে তাকে আমি ভালবাসি, আমিও জানি সেও আমাকে ভালবাসে। হয়তো অন্য দৃষ্টিতে।
এই দেখেন, ভালবাসারো প্রকারভেদ করে ফেললাম। আসলে ভালবাসার প্রকারভেদ আছেতো!!! মা ছেলেকে ভালবাসে, বোন ভাইকে ভালবাসে, প্রেমিক ভালবাসে তার প্রিয়াকে। তাই বলে সব ভালবাসাকে আপনি একি রকম ভাবতে পারেন না। ভাববার অবকাশও নাই। এরি মাঝে কিছু ভালবাসা থাকে তার সঠিক কোন রুপ নির্নয় করা কঠিন। তার ভালবাসাটাও তেমন। যখন তার সাথে আমার দেখা হয়, সব সময় সে আমাকে তার পাশে রাখতে চাই, আমাকে নিজে হাতে খাইয়ে দেয়, আমার সাথে গল্প করে, মজা করে, আবার কখনও ঝগড়া করে। তবে আমাদের রাগটা থাকে এক মুহুর্তের জন্য। আমি তার ভালবাসার সঠিক কোন রুপ নির্নয় করতে পারিনা।
অথচ আমার বয়োসন্ধিকালে তারবুকে মাথা রেখে কতো ঘুমিয়েছি, আমি স্কুলে অথবা বাইরে থাকলে সে না খেয়ে আমার জন্য অপেক্ষা করছে। আমাকে মুখে তুলে খাইয়ে দিয়েছে। আমরা একসাথে গল্প করেছি, লুডু খেলেছি, আরো কত কি!!! আজও চোখের সামনে ভাসে, সেই দিনের স্মৃতি, যেদিন- সে আমার মায়ের কাপড় কাটা কাইচি দিয়ে আমার চুল কেটে দিয়েছিলো দুষ্টুমি করে। প্রতিশোধ হিসাবে আমিও তার সামনের অনেকগুলো চুল কেটে দিয়েছিলাম। প্রচন্ড বকা খেয়েছিলাম মায়ের কাছে। আর সে আমার ভিজা বেড়ালের মত অবস্থা
দেখে হেসেছে দূর থেকে। অথচ আজ সে পপ ছাট চুল কেটে মর্ডান এক মেয়ে। কোন রাগ অভিমান আমাদের মধ্যে স্থায়ী হতনা।
আজ সে আমার থেকে অনেক অনেক দূরে। তাতে কি আজও সে আমাকে আগের মতই ভালবাসে। আর আমি তাকে। তবুও আজও তাকে বলা হয়নি
" হে মানষী, আমি তোমাকে ভালবাসি "।
মাঝে মাঝেই আমাদের কথা হয়। মাঝে অনেক বছর চলে গেছে কিন্তু আমাদের সম্পর্কটা হারানো সেই দিনগুলিতেই আটকে আছে। ফোন করলে এখনো শুরু হয় সেই গল্প, সেই ঝগড়া। আজ ফোন রেখে দেবার আগে তাকে জিজ্ঞেস করলাম- " বলতো আজ আমার মাঝে একটা চেঞ্জ হয়েছে, সেটা কি? "
উত্তরে সে বললো- " তুই আজ আমাকে অনেক "আপন" ভেবে কথা বলছিস।"
↧
কিছু স্মৃতি, কিছু আশা.......................... !!! (ডাইরির পাতা থেকে)
↧