পকেটে মালপানি তেমন কিছুই নাই। তাই ভাবলাম একটা ফ্যাশন হাউজ খুলে ফেলি, আজকাল এর যে চাহিদা + আমার যে ক্রিয়েটিভ মেধা তাতে, দুই দিনেই কোটিপতি হইয়া যামু dream। কোটিপতি হওয়ার সুবাদে ফোরামের সবাইরে একখান কইরা মাগনা ড্রেস
১। প্রথমেই তাহমিদের জাপানী পোশাক দিয়ে এই পর্ব উদ্বোধন করলাম
২। এবার ফোরাম পুলিশ ৮৩ নাম্বার মেহেদী ভাই
৩। কালারফুল ইলিয়াস ভাই
৪। শাহানুর ভাইয়ের লেজ ওয়ালা স্যুট
৫। ডেডু ভাই
(মা.খা.ন.এ)
৬। হিপহপ অ্যাডিক্টেড ফিরোজ ভাই ওরফে ত্রিনিত্রির রাশিমালা
৭। রাজশাহীর সুপারস্টার আরণ্যক ভাইয়ের জন্য
৮। আগন্তুক মিলন ভাইয়ের অনেক দিনের শখ তাই...
৯। গেমস্টার মেরাজ ভাই
এখনও শেষ হয়নাই , পরের পর্বে যে যে ড্রেস নিতে ইচ্ছুক কমেন্ট করুন।
বিঃদ্রঃ টপিকের কন্টেন্ট নিয়ে কারও কোন অভিযোগ থাকলে, মডুদের বলে বন্ধ করে দিন অথবা কমেন্ট করুন