সবার থেকে আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের সময় নষ্ট করার জন্য । কিন্তু কি করব আজ হাত অনেক নিসপিশ করছিল । তাই লিখে ফেললাম । আর আমি কিছু লিখলাম আর প্রজন্মতে দিবনা । তা কি হয় । তাই শেয়ার করলাম
তোমার মনের আনাচে কানাচে
আছে আমার নাম,
আমারও মনের আনাচে কানাচে
আছে তোমারই নাম ।
তোমার ফোনের ডিরেক্টরিতে
নেই আমার নাম,
লিখে রেখেছ অন্য কিছু
কি যেন অদ্ভুত একটা নাম ।
অনেক প্রতিক্ষার পরে আমি
পেলাম তোমার দেখা,
ওমা! তুমিও দেখি করে ফেলেছ
আমার সাথে দেখা ।
কেটে গেছে দিন অনেক গুলি
আছু তোমারই পাশে,
হটাৎ করে হয়ে গেল একি?
হচ্ছেটা কি আমার আশে পাশে ।