আর কিছুদিন পরই বছর ঘুরে আমাদের সম্মুখে আসছে পবিত্র মাহে রমজান। রহমত, মাগফেরাত ও নাজাতের মাস মাহে রমজান। খোশ আমদেদ মাহে রমজান।
পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা এরশাদ করেন-
হে ঈমানদারগণ! তোমাদের উপর রমযানের রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূববর্র্তীর্দের উপর ফরজ করা হয়েছিল। নিশ্চয় তোমরা খোদাভীরু হবে।
রমজান মাসের অসংখ্য ফজিলত বণর্না করে শেষ করা যাবেনা। অসংখ্য ফজিলতের মধ্যে কয়েকটি নিম্নরূপ :-
১। রিযিক প্রশস্ত হয়।
২। ধন-সম্পদ বৃদ্ধি হয়।
৩। আসমান জমিনের সমস্ত ফেরেশতা তার জন্য ক্ষমা প্রাথর্না করে থাকে।
৪। সমুদ্বয় শয়তান বন্দী হয়।
৫। রহমতের দরজা অতি প্রশস্ত হয়।
৬। বেহেশতের দরজা খুলে দেয়া হয় ও দোজখের দরজা বন্ধ করে দেয়া হয়।
৭। রমজানের প্রত্যেক রাতে, সাত লক্ষ গুনাহগারকে জাহান্নাম হতে মুক্ত করে দেওয়া হয়।
৮। রমজানের শেষ রাতে মানুষের সমস্ত গুনাহ মাফ করে দেয়া হয়।
৯। প্রত্যহ মু’মিন রোজাদারের জন্য বেহেশত সজ্জিত করা হয়।
১০। রোজাদারের দোয়া কবুল হয়।
১১। রোজাদারের শরীর সমস্ত গুনাহ হতে পবিত্র হয়।
১২। আল্লাহর সন্তুষ্টি লাভ হয়।
অফুরন্ত সুযোগ নিয়ে আসা পবিত্র রমজানকে সফল ভাবে পালন করার জন্য আপনারা কে কিভাবে প্রস্তুতি নিচ্ছেন? এখানে আপনাদের প্রস্তুতি শেয়ার করলে, আমরাও হয়তো অনুরূপভাবে প্রস্তুতি নিতে পারব এবং উপকৃত হব।
আল্লাহ প্রজন্ম ফোরামের সকলকে আসন্ন পবিত্র রমজান মাসের সকল ফজিলত নসিব করুন। আমীন।