ফোরামের ১০০০০-তম সদস্য ছিলেন তিনি, নাম সাইফ ভূঁইয়া। খুব বেশি পোস্ট করে যেতে পারেননি। তার মোট লেখা ১৯টি পোস্ট দেখেই বুঝতে পারবেন বড় মাপের একজন লিখিয়ে ছিলেন। প্রজন্মে সর্বশেষ পোস্ট করেছিলেন ২১ ফেব্রুয়ারী ২০১২ তারিখে, মহান মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে।
http://forum.projanmo.com/user10000.html
প্রথম আলো ব্লগ, বিডিনিউজ ব্লগ, সামহোয়ারইন ব্লগ সহ অনেক জায়গায়ই নিয়মিত লিখতেন।
দুরারোগ্য লিভার সিরসিসে ভুগছিলেন সাইফ ভুঁইয়া। গত বৃহস্পতিবার রাত ১০টায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ'ন। তার রুহের মাগফিরাত কামনা করছি।