আমার বন্ধু একটি ট্যাব দিয়ে গেছে আমাকে, এ্যাপ ইনস্টল করে দেবার জন্য। কিন্তু আমি গুগল প্লেতে সেটার কোন এ্যাপ পাচ্ছি না। কারন গুগলের ডিভাইস লিস্ট এ ওটা নেই।
ওটার About থেকে যা পেলাম :
Model number : WonderMedia WM8650
Android version : 2.2
কেউ কি বলতে পারবেন এই ট্যাবটির জন্য কি করে এ্যাপস নিতে পারি ? এটাতে ইউএসবি সাপোর্ট করে, তাই ইউএসবি কীবোর্ড ব্যবহার করা যায়। এছাড়াও অফলাইনে পেনড্রাইভ থেকেও এ্যাপস নেয়া যাবে। আমি স্কাইপি দিয়ে টেস্ট করেছিলাম, লগইন হয় না। ওয়েটিং এসে বসে থাকে।