মুখোশ পড়া ভালো মানুষ
এই দুনিয়ায় অনেক আছে ,
বাহিরে সু ভিতরে কু
কেউবা আগে কেউবা পাছে ।
স্বার্থটাকে চিনেন তারা
সবার চেয়ে সবচেয়ে বেশি ,
নিজে ভালো জগত্ কালো
অন্যেরা সব দোষে দূষি ।
বড় বড় কথার ফাঁকে
ঢাকেন যত নষ্টামি ,
তলে তলে পুকুর চুরি
জানেন ভালোই চোগলামি ।
এরা নাকি মানী গুনী
দেশের যত বড় প্রাণ ,
এমন লোকের মুখে আগুন
যাদের এত বাজে ঘ্রাণ ।
↧
মুখোশ পড়া
↧