Quantcast
Viewing all articles
Browse latest Browse all 15150

মুখোশ পড়া

মুখোশ পড়া ভালো মানুষ
এই দুনিয়ায় অনেক আছে ,
বাহিরে সু ভিতরে কু
কেউবা আগে কেউবা পাছে ।
স্বার্থটাকে চিনেন তারা
সবার চেয়ে সবচেয়ে বেশি ,
নিজে ভালো জগত্ কালো
অন্যেরা সব দোষে দূষি ।
বড় বড় কথার ফাঁকে
ঢাকেন যত নষ্টামি ,
তলে তলে পুকুর চুরি
জানেন ভালোই চোগলামি ।
এরা নাকি মানী গুনী
দেশের যত বড় প্রাণ ,
এমন লোকের মুখে আগুন
যাদের এত বাজে ঘ্রাণ ।


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>