Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

১০ মিনিট পরই পিসিটা অটোমেটিক বন্ধ হয়ে যায় ! অভিজ্ঞ ভাইদের সহযোগিতা চাই

$
0
0

একটা আজব সমস্যায় পড়েছি। তাই আপনাদের আন্তরিক সহযোগিতা চাচ্ছি।

কাজ করার মাঝে হঠাৎ করেই পিসিটা বন্ধ হয়ে যেত। কখনও ২০-৩০ মিনিট পর, কখনও  ঘন্টাখানেক পর। অনেকভাবে এ সমস্যার সমাধান খুঁজার চেষ্টা করার পর ব্যর্থ হয়ে শেষপর্যন্ত নতুন করে উইন্ডোজ সেটাপ দিলাম। কাজ হল না। প্রসেসর খুলে পরিস্কার করে হিটসিং এ পেস্ট লাগালাম। একই অবস্থা। ভাবলাম পাওয়ার সাপ্লাইয়ে সমস্যা নাতো ! এটাও নতুন কিনে এনে লাগালাম। একই কাহিনি। বুঝলাম না !!  রাগে মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছে ! big_smile big_smile

এর দুদিন পর পিসিতে দেখা দিল একটি নতুন সমস্যা। পিসি চালু করলে সবোর্চ্ছ ১০ মিনিট চলে; তারপর অটোমেটিক বন্ধ হয়ে যায়। পরে মিনিট দুয়েক পর পিসিটা আবারও চালু করলে আর কোনও সমস্যা থাকে না; ভালভাবেই চলে। কিন্তু পিসি বন্ধ হয়ে যাওয়ার সাথে-সাথে পুন:রায় চালু করলে বুটস্কীণ আসার আগেই বন্ধ হয়ে যায় ! এভাবে কাজ করার মাঝে ২০-৩০ মিনিটের জন্য পিসিটা অফ করে কোনও কাজ সেরে আবারও চালু করলে তখনও কোনও সমস্যা হয় না। কিন্তু এভাবে ঘন্টাখানেকের উপর বন্ধ করে পিসিটা পুন:রায় চালু করলে সেই ১০ মিনিট চলেই বন্ধ হয়ে যায়। এর ২/৩ মিনিট পর চালু করলে সব ঠিক থাকে। এই আজব সমস্যার সমাধান কি? কারও জানা থাকলে হেল্প করবেন প্লিজ । কৃতজ্ঞ থাকব।


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>