Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

ইতিহাস বিখ্যাতদের অদ্ভুত মৃত্যু!!

$
0
0

এটিলা দ্য হুন: Attila The Hun - ইতিহাসের পাতায় ভিলেন হিসেবে কুখ্যাতি আছে এই রাজার। ধারণা করা হয় ৪৫০ খ্রিস্টপূর্বে সম্পূর্ণ এশিয়া তার আর্মি নিয়ে দখল করে ফেলেছিলেন।

http://coachoneil.files.wordpress.com/2011/02/attilathehun1.jpg

যেভাবে মারা যান:

এমনিতেই এই বীরের নাক দিয়ে রক্ত পড়ার সমস্যা ছিলো, তারউপরে বিয়ের দিন রাতে অতিরিক্ত খাওয়া আর ড্রিংক করে নিজের উপর তাল হারিয়ে ফেলেন। এবং পরদিন সকালে তার নিজের রক্তে ডুবন্ত অবস্থায় মৃতদেহ পাওয়া যায়।

জ্যক ডেনিয়েল: Jack Daniel -বিশ্ব-বিখ্যাত হুইস্কি কোম্পানী জ্যাক ডেনিয়েলসের প্রতিষ্ঠাতা

http://www.tacwebsites.com/pictures/pdfjackdanielsbw.jpg

যেভাবে মারা যান: ১৯১১ সালের এক সকাল বেলা অনেক চেষ্টা করেই নিজের সেইফের কম্বিনেশন মিলাতে না পেরে রাগান্বিত হয়ে সেইফে লাথি মারেন, অত:পর পায়ে ব্যাথা পেয়ে ইনফেকশনে তিনি মারা যান।

হ্যন্স স্টেইনিনগার: Austrian Hans Steiningerl -বিশ্ব বিখ্যাত ছিলেন একসময় তার রেকর্ডধারী দাড়ির জন্য

http://24.media.tumblr.com/tumblr_lp0uepKc7G1qhu2rho1_400.jpg

যেভাবে মারা যান: ১৫৬৭ সালে তার শহরে এক আগুন লাগে। সেই আগুনে তিনি মারা না গেলেও আগুন থেকে পালিয়ে বাচার সময় দাড়িয়ে পা দিয়ে পড়ে গিয়া ঘাড় ভেংগে মারা যান।

টাইকো ব্রাহ: Tycho Brahe - ষোড়শ শতাব্দীর বিখ্যাত ডেনিশ এস্ট্রোনমার।

http://stargazersfield.com/wp-content/uploads/2009/04/brahe.jpg

যেভাবে মারা যান:

অতিরিক্ত ড্রিংক করে উনি এক বিশাল ডিনারে বসেন। তখনকার যুগে খাওয়া না শেষ করে খাওয়ার সময় টেবিল ছেড়ে যাওয়া ছিলো একটা অভদ্রতা, যেটা উনি করতে পারেন নি কোনো কারণে। অত:পর প্রচন্ড চাপে ব্লাডার ফেটে যাওয়াতে পরবর্তি ১১ দিনের মধ্যেই তিনি মারা যান।

হোরেইস ওয়েলস:Horace Wells - ১৮৪০ এই ডেন্টিস্ট প্রথম এনেস্থেসিয়া ব্যবহার যে শুরু করেছিলেন।

http://www.general-anaesthesia.com/images/horace-wells.jpg

যেভাবে মারা যান:

এনেস্থেসিয়ার উপর রিসার্চ করতে গিয়ে ডেন্টিস্ট ওয়েলস ক্লোরোফরম গ্যাসের প্রেমে পড়ে যান। ১৮৪৮ সালে তাকে এরেস্ট করা হয় সালফিউরিক এসিড দিয়ে দুই মহিলাকে স্প্রে করার জন্য। এবং তিনি তার একটা পত্রে স্বীকার করেন যে ক্লোরোফরম দায়ী তার এই কাজের জন্য। অত:পর নিজেকে ক্লোরোফরম দিয়ে এনেস্থেটাইজড করে নিজেকে ব্লেড দিয়ে আঘাত করে মৃত্যুবরণ করেন।

ফ্র্যন্সিস বেকন: Francis Bacon - ষোড়শ শতাব্দীর আরেকজন গুরূত্বপূর্ণ ব্যক্তিত্ব যিনি একই সাথে ছিলেন ফিলসোফার, রাইটার এবং সায়েন্সটিস্ট।

http://www.iep.utm.edu/wp-content/media/bacon-francis1.jpg

যেভাবে মারা যান:

১৬২৫ সালের এক বিকেলে তিনি মাংস প্রিজার্ভ করার জন্য একটা পরীক্ষা চালাতে মুরগী বেছে নেন। সেই বিকেলে তুষারপাতের ঝড়ে তিনি দেখতে চাইছিলেন যে মাংস ফ্রজেন হয় কিনা, এই নিয়তে মুরগী নিয়ে বরফের মধ্যে থাকার দরূন নিজেই ফ্রজেন হয়ে যান। mad

জেরোমি আরভিং রোডেইল: Jerome Irving Rodale - অর্গানিক মুড মুভমেন্টের একজন প্রধান উদ্যোক্তা, " organic farming and gardening " ম্যাগাজিনের জনক, একই সাথে রোডেইল প্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন।

http://www.hort.purdue.edu/newcrop/history/lecture31/r_31-04a.jpg

যেভাবে মারা যান:

১৯৭১ সালের এক টিভি শো (dick cavett show) তে তার ইন্টারভ্যু চলাকালীন অর্গানিক ফুডসের প্রয়োজনীয়তার উপর বলতে গিয়ে, তিনি ঘোষনাই দিয়ে দিয়েছিলেন যে সহজেই ১০০ বছর বাচবেন, যদিও তার বয়স তখন ছিলো ৭২। দূভার্গ্যক্রমে ঐ শো রেকর্ডিং এর সময়ই হার্ট এট্যক করে তিনি মারা যান, অতপর সেই শো আর প্রচার করা হয় নি।

এইসকলাস: Aeschylus - বিখ্যাত গ্রীক প্লে-রাইটার, এবং গ্রীক ট্র্যজেডির জনক

http://www.crystalinks.com/aeschylus.jpg

যেভাবে মারা যান:

ঈগল পাখী খাদ্য হিসেবে কচ্ছপের খোলস ভাংগার জন্য পাথরের উপর ফেলে সাধারণত। বেচারার টাক মাথাকে পাথর ভেবে ঈগল পাখী ভারী কচ্ছপ ফেলার ভুলের খেসারত তাকে গুনতে হয়েছিলো জীবনের বিনিময়ে।

লি পো: Li Po -চীনের ইতিহাস বিখ্যাত কাব্যকার

http://3.bp.blogspot.com/-BwX9nB_toM4/TjAvjmge2tI/AAAAAAAAALg/-WFwBdHAQqo/s1600/Li+Po.jpg

যেভাবে মারা যান: অতিরিক্ত মদ্যপান করে রাতের বেলা নৌকায় ঘুরতে বের হন। অত:পর কাব্যিক ভংগিমায় ডুবে মারা যান, আসলে তিনি নদী থেকে লাফ দিয়েছিলেন নদীর পানিতে চাদের রিফ্লেকশনকে জড়িয়ে ধরার জন্য।



সূত্র: ,


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles