ওয়ার্ডপ্রেসে টুয়েন্টি ইলেভেন থিমে একটা ফাংশন যোগ করতে চাই। সাইটটা একটা বই এর তথ্যের সাইট http://behindthestory.org । এখানে একেকটা সিঙ্গেল পোস্টে আমি বইএর ইনফরমেশন দিতে চাই যেগুলার স্টাইল হবে ফেড ইন ফেড আউট। উদাহরন এই লিংকে http://behindthestory.org/every-last-one/ । এটা আমি একটা প্লাগিন ব্যাবহার করে করেছি। এখন ব্যাপার হল এই প্লাগিন দিয়ে সেটা করা সম্ভব হচ্ছেনা যেটা আমি চাচ্ছি। আমি চাচ্ছি এই টেক্সট গুলো কোটেশন আকারে থাকবে আর কোটেশন চিহ্ন গুলো বড় হবে ঠিক এর মত http://blog.rafflecopter.com/wp-content -marks.jpg । আর টেক্সট এর ব্যাকগ্রাউন্ড হবে গ্রে কালারের, সাথে টেক্সট এর সাইজও বর করা যাবে।
প্রতিটা পোস্টে আমাকে আলাদা করে এই টেক্সট যোগ করতে হবে।
এটা কিভাবে করতে পারি?