Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে শুভ সুচনা

$
0
0

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে শুভ সুচনা  করেছে বাংলাদেশের ছেলেরা , প্রথম খেলায় তারা শক্তিশালী শ্রীলঙ্কাকে সহজেই ২৫ রানে হারায়, বাংলাদেশের অধিনায়ক আনামুল করেন ১০১ রান

ঢাকা, ১১ অগাস্ট: অধিনায়ক আনামুল হকের শতকের ওপর ভর করে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে ডি গ্রুপের প্রথম খেলায় শ্রীলঙ্কাকে সহজেই ২৫ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে সুপার এইটে খেলার স্বপ্ন দেখছে জুনিয়র টাইগাররা।

রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একই মাঠে দ্বিতীয় ম্যাচে খেলবে বাংলাদেশ।

শনিবার ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৪৯ রান করে বাংলাদেশ। জবাবে ৪৮ ওভার ৪ বলে ২২৪ রানে অলআউট হয়ে যায়।

বাংলাদেশের অধিনায়ক আনামুলের ১০১ রানের ওপর ভর করেই প্রধমে ব্যাট করে ৫০ ওভারে ২৪৯ রান তোলে বাংলাদেশ। জবাবে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয় ২২৪ রানে।

আনামুল হকের যোগ্য সঙ্গী ছিলেন আসিফ আহমেদ। আসিফের ব্যাট থেকে আসে ৮৪ রান। বল হাতে সফলতম বোলার সৌম্য সরকার। মাত্র ১.৪ ওভার বল করে ১০ রানের বিনিময়ে সৌম্য দখল করেন ৩ উইকেট। তাসকিন আহমেদ ২ উইকেট নিয়েছেন ৪৪ রানের বিনিময়ে। এ ছাড়া নাসুম আসমেদ, নাঈম ইসলাম জুনিয়র ও দেওয়ান সাব্বিরের সংগ্রহ ১টি করে উইকেট।

বি স্তা রি ত


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles