Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

বাংলালায়নে নির্দিষ্ট বিটিএস এ কানেক্ট করতে সমস্যা

$
0
0

বাংলালায়নে বর্তমানে আমার এরিয়াতে ইউজার অত্যাধিক বেরে যাওয়ায় স্পিড কম পাই, স্টেবল থাকে না , উঠানামা করে।

বাংলালায়ন থেকে একজন সাপোর্ট টেক আজকে এসেছিলো বাসায়। কিছু তথ্য দিয়ে নেই,

আমার ডিভাইস কানেক্ট হয় 12B বিটিএস এ। জানতে পারলাম একটা বিটিএস এর তিনটা যোন থাকে, A = 2590 , B = 2600 , C= 2610 এভাবে ফ্রিকোয়েন্সি বরাদ্ধ থাকে। আমার ডিভাইস B যোন এ ভালো নেটওয়ার্ক পায় বলে ওটাকে কানেক্ট হয়, কিন্তু ওটাতে ইউজার অনেক বেশি, ফলে স্পিডে সমস্যা।

বাংলালায়ন ডিভাইসের ওয়েব প্যানেল থেকে 2600 (B) ফ্রিকোয়েন্সি টা ডিলিট করে দেওয়া হল, যাবে A অথবা C তে কানেক্ট  হয়। কিন্তু ফলাফল শুন্য, B তেই কানেক্ট হচ্ছে। তারপর ফার্মওয়ার আপডেট করার পর একবার A তে কানেক্ট হলো, কিন্ত একটু পর আবার B হয়ে যাচ্ছে।

এখন প্রশ্ন হচ্ছে প্যানেল থেকে B এর ফ্রিকোয়েন্সি ডিলিট করে দেওয়ার পরও কেন ওটাতেই কানেক্ট হচ্ছে ? Log এ দেখাচ্ছে ঠিকই A তেই কানেক্ট,কিন্তু আসলে কানেক্ট হচ্ছে B তে।

স্ক্রিনশট গুলা দেখলে বিষয়টা ক্লিয়ার হবে।

http://www.rongmohol.com/extensions/pic_man/img/upload/6993Screen%20Shot%202012-01-03%20at%202.37.13%20PM.png
এখান থেকেই 2600 সিলেক্ট করে Remove করে দেওয়া হয়েছে।

তারপর দেখুন লগ,
http://www.rongmohol.com/extensions/pic_man/img/upload/6995Screen%20Shot%202012-01-03%20at%202.42.10%20PM.png
এখানে দেখুন 2590 এবং 2610 সার্চ করে পেয়েছে, কানেক্ট হচ্ছে 2590 এ, এবং আইডিও দেখুন লাস্টে 2A । CINR 21 ।

কিন্তু Home ট্যাবের স্টাটাস দেখুন,
http://www.rongmohol.com/extensions/pic_man/img/upload/6996Screen%20Shot%202012-01-03%20at%202.41.27%20PM.png


উল্লেখ্য যখন 2A তে কানেক্ট হয়েছিলো তখন ডিভাইসের উপর নেটওয়ার্ক নির্দেশক ৭টি এলইডি মধ্যে ৬ টি জ্বলতেছিলো,কারন নেটওয়ার্ক একটু কম, CINR 21। কিন্তু যখন 2B তে কানেক্ট হয় তখন ৭ টি এলইডিই জ্বলে (CIRN 38) । ফলে বুঝা যাচ্ছে Log এ 2A দেখালেও আসলে Home ট্যাবের দেখানো 2B তেই কানেক্টেড।

সমস্যাঃ Wimax ট্যাব থেকে B 2600 ডিলিট করার পরও কেন ওটাতেই কানেক্ট হচ্ছে ?
প্রত্যাশাঃ আমি চাচ্ছি সবসময় 2A তে কানেক্ট হতে কারন ওটাতে লোড কম হওয়ায় স্পিড ভালো পাই।

বিদ্রঃ গুরুদের দৃষ্টি আকর্ষন করছি, বিশেষ করে ব্রাশু ভাই এবং শিপলু ভাই এবং অন্যান্যদের।
বিদ্র(২) কোন সাজেশন , আইডিয়া , সমাধান থাকলে জানান, শুধুমাত্র "বিলাই খারাপ , অন্য আইএসপি নেন" এরকম অফটপিক কমেন্ট পরিহার করার চেস্টা করার অনুরোধ করছি।


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>