অনেক দিন ছবি তোলা হয় না, আজ একটু সময় পেলাম তাই কিছু ছবি তুলে ফেললাম। গত বার এই সময়ে স্নো ছিল কিন্তু এবার খালি বৃষ্টি হয় স্নো এর নাম গন্ধ ও নাই। তবে প্রচণ্ড বাতাস বাইরে। কিছু ছবি তোলার পর ই আবিষ্কার করলাম যে ঠাণ্ডায় আমার হাত জমে যাবার জোগাড় হয়েছে।
যদিও শীত তবু সবুজের ছোঁয়া দেখা যায়
লাল গোটা গোটা ফলের মত নামধাম জানি না তবে দেখতে বেশ
বড় বড় চোখে তাকিয়ে বলছে, কি আছে সাহস আমার মত এই শীতে পানিতে নামার
কাশ ফুল
দেখুন কেমন মন খারাপ করে দাঁড়িয়ে আছে
পাতা ঝরা গাছগুলি দেখে কেমন মায়া লাগে
এই গাছ গুলি ই আবার সামারে জেগে উঠবে
চমৎকার সাদা আর গোলাপি ফুলে ছেয়ে থাকবে
মনে হচ্ছে আকাশ ছুঁয়ে আছে
একমনে সামারের জন্য অপেক্ষা করছে
একটু রঙের ছোঁয়া ও এই সময়ে অসাধারণ লাগে
(স্থান : মাইলেন্ড পার্ক )