Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

শীতের শুরু

$
0
0

অনেক দিন ছবি তোলা হয় না, আজ একটু সময় পেলাম তাই কিছু ছবি তুলে ফেললাম। গত বার এই সময়ে স্নো ছিল কিন্তু এবার খালি বৃষ্টি হয় স্নো এর নাম গন্ধ ও নাই।  তবে প্রচণ্ড বাতাস বাইরে। কিছু ছবি তোলার পর ই আবিষ্কার করলাম যে ঠাণ্ডায় আমার হাত জমে যাবার জোগাড় হয়েছে। 

http://farm8.staticflickr.com/7153/6635785429_598fb4f060_z.jpg 

যদিও শীত তবু সবুজের ছোঁয়া দেখা যায়

http://farm8.staticflickr.com/7033/6635788471_745586268e_z.jpg

http://farm8.staticflickr.com/7024/6635787477_86a3d96249_z.jpg

লাল গোটা গোটা ফলের মত নামধাম জানি না তবে দেখতে বেশ

http://farm8.staticflickr.com/7030/6635814213_a272091226_z.jpg

বড় বড় চোখে তাকিয়ে বলছে, কি আছে সাহস আমার মত এই শীতে পানিতে নামার

http://farm8.staticflickr.com/7142/6635811715_af3cac4b90_z.jpg

কাশ ফুল

http://farm8.staticflickr.com/7141/6635807263_b6abb8c91d_z.jpg


http://farm8.staticflickr.com/7175/6635800495_c65cbdb9ec_z.jpg

দেখুন কেমন মন খারাপ করে দাঁড়িয়ে আছে

http://farm8.staticflickr.com/7017/6635794371_9be9d82dd0_z.jpg


http://farm8.staticflickr.com/7167/6635815127_067e381b3a_z.jpg

পাতা ঝরা গাছগুলি দেখে কেমন মায়া লাগে

http://farm8.staticflickr.com/7154/6635810747_23e842d408_z.jpg

এই গাছ গুলি ই আবার সামারে জেগে উঠবে

http://farm8.staticflickr.com/7015/6635805913_8aa44f8214_z.jpg 

চমৎকার সাদা আর গোলাপি ফুলে ছেয়ে থাকবে

http://farm8.staticflickr.com/7009/6635792857_6782a39ac4_z.jpg

মনে হচ্ছে আকাশ ছুঁয়ে আছে

http://farm8.staticflickr.com/7144/6635803821_feb545a7ef_z.jpg

একমনে সামারের জন্য অপেক্ষা করছে

http://farm8.staticflickr.com/7005/6635808655_c23f6af142_z.jpg

একটু রঙের ছোঁয়া ও এই সময়ে অসাধারণ লাগে

http://farm8.staticflickr.com/7145/6635791429_719c0ba559_z.jpg

(স্থান : মাইলেন্ড পার্ক )


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>