১ মাস আগে বোন ফোন করে বলল আমার জন্য sony ericsson xperia arc s কিনেছে । আমি তো শুনে ।। সেই সেট এখন হাতে পেলাম । কিন্তু দুঃখের বিষয় সিম ডালনেকে বাদ বলতেসে নেটওয়ার্ক আনলক কোড দিতে । সেটের গায়ে অবশ্য হাতে লিখা ( বোনই লিখে দিয়েছে) ২ টা পিন নাম্বার। আমি অই দুইটা ট্রাই করলাম । বাট কাজ করতেসেনা । এখন মুজ্জি ভাই, বা সাইফ ভাইরে সুনলাম কেমনে নাকি আনলক কইরা ফেলে ছুমন্তর দিয়া । আমাকে হেল্পান ভাইচা রা
রিভিউ
OS :Android OS, v2.3.4 (Gingerbread), planned upgrade to v4.0
প্রসেসরঃ 1.4 GHz Scorpion
RAM: 521mb
Browser: HTML, Adobe Flash
ক্যামেরাঃ ৮ এম পি
3D phone with Bravia Engine
Chipset Qualcomm MSM8255T Snapdragon