অতি সম্প্রতি Economist Intelligence Unit থেকে প্রকাশিত এক জরীপে বিশ্বের সবচেয়ে বসবাসের যোগ্য শহরের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে শীর্ষতালিকায় আছে এবার উইন্টার অলিম্পিকের আয়োজক কানাডার ভ্যান্কুভার। পরবর্তী স্থানগুলোতে রয়েছে অস্ট্রিয়ার ভিয়েনা, অস্ট্রেলিয়ার মেলবোর্ন।
আর নীচের দিক থেকে এক নম্বরে রয়েছে (অর্থাৎ বসবাসের অযোগ্য শহরের তালিকায় সেরা হলো) জিম্বাবুয়ের হারারে আর দ্বিতীয় স্থানেই রয়েছে আমাদের বাংলাদেশের ঢাকা।
উল্লেখ্য এ র্যাঙ্কিকটি করার সময় যে বিষয়গুলো গণনায় নেওয়া হয়েছে সেগুলো হলো - একটি শহরের স্ট্যাবিলিটি, হেলথ ক্যায়ার, কালচার আর এনভায়রনমেন্ট, এডুকেশন আর ইনফ্রাস্ট্রাকচার। ওভারঅল রেটিংয়ে কানাডার ভ্যানকুভার অর্জন করে ৯৮.০ পয়েন্ট আর বাংলাদেশের ঢাকার পয়েন্ট হলো ৩৮.৭। এখানে আরো বলা আছে যে শহরগুলো রেটিংয়ে ৫০ এর নীচে সেখানে সুস্থ বসবাসের সকল ক্ষেত্র থেকেই তাদের অবস্থা করুণ।
বিস্তারিত জানতে হলে পড়ুন - ইয়াহু নিউজ এবং ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট
ঢাকা বাসীরা, এ ব্যাপারে আপনাদের কোন মন্তব্য আছে?
মুল লিংক : সামহোয়্যার ইন ব্লগ