বর্তমান অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকলে আগামী পাঁচ বছরের মধ্যেই বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দুই অঙ্ক ছাড়িয়ে যাবে। মহামন্দায় নেতিবাচক ক্ষতি কাটিয়ে ২০১৩-২০১৪ অর্থবছরে ব্যাষ্টিক সমষ্টির বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩.৮ শতাংশ, উন্নত বিশ্বে ২.৩ ও অগ্রগামী উন্নয়নশীল দেশে প্রবৃদ্ধি ৫.৪ শতাংশ। বাংলাদেশের বার্ষিক সামষ্টিক অগ্রগতি ৬.২ থেকে ৭.১ শতাংশে উন্নীত হয়েছে। রাজনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকলে আগামী পাঁচ বছরের মধ্যে প্রবৃদ্ধি দুই অঙ্কে উঠে আসবে। আর আগামী ২৫ বছরের মধ্যে উন্নত দেশে পরিণত হবে বাংলাদেশ। বাংলাদেশের অর্থনীতি বাহাত্তরের চেয়ে বেড়েছে ১৭৪ গুণ। জনসংখ্যা দ্বিগুণ হওয়া সত্ত্বেও মাথাপিছু আয় বেড়েছে ৮২ গুণ। ‘বিস্ময়কর’ এই প্রবৃদ্ধি ও সামাজিক অগ্রগতি সঠিক নীতি কৌশল ও সংশ্লিষ্টদের অক্লান্ত পরিশ্রমের ফলেই অর্জিত হয়েছে। বিশ্ব অর্থনৈতিক মন্দা মোকাবিলা করে বাংলাদেশ সামষ্টিক আয়ে প্রবৃদ্ধি অর্জন করতে পেরেছে। বাংলাদেশ সম্পর্কে অতীতের নিরাশাবাদী মূল্যায়নের পরিবর্তে ইতিবাচক ধারা উচ্চারিত হচ্ছে। কৃষি খাতের অগ্রগতিতে ভর্তুতিসহ সর্বাত্মক প্রচেষ্টা, পরিকল্পিত জনসংখ্যা নীতি, নারী শিক্ষার প্রসার, স্বাস্থ্যসেবা ও গ্রামবাংলার প্রতি বিশেষ মনোযোগ, কিষান ও কিষানির অক্লান্ত পরিশ্রমে ফসলের অগ্রগতিতে প্রচণ্ড গতি এসেছে। সরকারের বিচক্ষনতা ও দুরদর্শিতার সুফল বাংলার জনগণ পাচ্ছে।
↧