Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

পরিচিত শব্দের ভিন্ন রকম অর্থ - ১

$
0
0

১। অংশগ্রহণ - পুরা গ্রহণ না করা। আংশিক গ্রহণ করা।

২। অংকথ্য - যা বলা যায় না বা বলতে হয় না। যেমন অন্ধকে অন্ধ বলা ঠিক না।

৩। অকরমন্যতা বা অকর্মন্যতা - কর না দেয়ার মতলব।

৪। অক্রীতদ্বার - যে দরজা কেনা হয়নি, চুরি করে আনা দরজা।

৫। অক্লান্ত প্ররিশ্রম - যে পরিশ্রমে ক্লান্তি নেই।

৬। অক্ষম - যিনি ক্ষমা করেন না, নিষ্ঠুর।

৭। অগণিত - গণিত ছাড়া অন্য বিষয়গুলি।

৮। অগুণিত - যে ব্যাক্তির গুণ নেই।

৯। অগণিবেশ - চমৎকার আগুন, আগুন পোষাক, তাপ লাগেনা এমন পোষাক।

১০। অগ্নু্ৎপাত - আগুনের উৎপাত।


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>