গতিশীল পৃথিবীতে কোন কিছুই কারো জন্য থেমে থাকে না। দেশের উন্নয়ন তথা জাতির উন্নয়নে নতুন প্রজন্ম এগিয়ে আসছে যাদের মূল চালিকা শক্তি হচ্ছে দেশের সিনিয়র সিটিজেনরা। জানতে, বুঝতে, শিখতে চায়, আমাদের নতুন প্রজন্ম। বাংলাদেশকে বিশ্বের কাছে নতুনভাবে পরিচিত করতে চায় তারা। তাদের এ উৎসাহ-উদ্দীপনাকে উদ্দীপ্ত করতে পাশে দাঁড়ানোর মত মেধাসম্পন্ন, যোগ্যতাসম্পন্ন, অভিজ্ঞতাসম্পন্ন, নিরলস, পরিশ্রমী, কর্মঠ, সৎ, দায়িত্বশীল মানুষ হিসেবে পরিচয় দিতে হবে আমাদের সকলকেই। মানুষের মত মানুষ হতে নতুন প্রজন্মের জাগরণ অবশ্যক। উন্নয়নশীল দেশের তালিকায় বাংলাদেশের স্থান আনন্দের বিষয় হলেও এই উন্নয়নকে ধরে রাখতে, জাতিকে আরও উন্নত করতে, বাংলাদেশকে বিশ্বের বুকে নতুনভাবে পরিচিত করতে এগিয়ে আসছে নতুন প্রজন্ম। নতুন প্রজন্মের জয়যাত্রাকে ধরে রাখতে চাই সৎ, নির্ভীক, দায়িত্বশীল, উচ্চশিক্ষিত সিনিয়র সিটিজেনদের অভিজ্ঞতার আলোকে শিক্ষা ও সেই অনুযায়ী গড়ে ওঠা যা কিনা গতিশীল স্বচ্ছ সরল সুন্দর পথ দেখায়। দেশ গড়তে তাই নতুন পরিকল্পনার আহবান দেশের সিনিয়র সিটিজেনদের নিয়ে।আমরা কষ্ট করে সুন্দর কিছু গড়তে আগ্রহী হই না, আমরা রেডিমেড ভাল পেতে পছন্দ করি। আমরা পুরাতন বদল করতে চাই, আধুনিক হতে চাই। আমাদের মন-মানসিকতার পরিবর্তন আনতে পছন্দ করি, সবই ভাল কিন্তু তাই বলে অন্যায়কে প্রশ্রয় দিয়ে নয়, খারাপ কিছুকে গ্রহণ করে নয়। নতুন প্রজন্মের আচরণ ও দৃষ্টিভঙ্গিগত পরিবর্তনসহ যাবতীয় শিক্ষা-দীক্ষায় মনোনিবেশ করে জাতিকে নতুন আলোয় উদ্ভাসিত করতে হবে। আমাদের শেখার অনেক কিছু বাকি আছে, আমরা পূর্বপুরুষের ঐতিহ্য ভুলে যে যার মত পথ চলছি। এ পথ চলা কোনো চলা নয়, আমাদের চলতে শিখতে হবে। সেদিন বেশি দূরে নয়, আমরা নতুন দিনের প্রত্যাশী। আমরা নতুন সূর্যের আলোয় দেশকে আলোকিত করবো। আমরা মিথ্যাকে বর্জন করবো, সত্যকে প্রতিষ্ঠা করবো। মাদকের মরণ ছোবল থেকে এ প্রজন্ম বাঁচতে চায়, বর্তমান সময়ের এটিই বড় দাবি।
↧