তাঁর পবিত্র সুউচ্চ সত্তায় তিনি মহিয়ান, তাঁর নাম ও গুণসমূহে তিনি গরিয়ান।
“আল-হাইয়্যু” আল্লাহ তা‘আলার গুণবাচক নামসমূহের একটি, ইহার অর্থ হল: আল্লাহ চিরঞ্জীব। নিশ্চয় আল্লাহ চিরঞ্জীব, চিরন্তন। তিনি চিরস্থায়ী জীবনের অধিকারী, সুতরাং তিনি কারো মুখাপেক্ষী নন এবং তিনি ব্যতীত সব কিছুই তাঁর নিকট মুখাপেক্ষী। তাঁর পবিত্র সত্তা ব্যতীত সব কিছুই ধ্বংসশীল। তিনি চিরস্থায়ী, তাঁর কোন শেষ নেই।
আল্লাহর নামসমূহ: ••► bn.islamkingdom.com/s1/5474
আল-হাইয়্যু: ••► bn.islamkingdom.com/s2/47988
↧
আল-হাইয়্যু
↧