মাইকেল, রাশেদ ও রাজিব ভিন্ন ধর্মাবলম্বী তিন বন্ধু। ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে তিন বন্ধুর তথ্যভিত্তিক সংলাপ। আজকের সংলাপ এর বিষয়বস্তু হলো: ‘মহামানবদের সর্বশ্রেষ্ঠজন’।
মাইকেল: তুমি যে বই নিয়ে এসেছ তাতে কি নিয়ে আলোচনা করা হয়েছে? রাশেদ: বইটিতে মানব ইতিহাসের চিরস্থায়ী মহান লোকদের কথা বলা হয়েছে, লেখক হলেন: ডক্টর মাইকেল হার্ট, যিনি জ্যোতির্বিজ্ঞানী ও গাণিতবিদ, তিনি মার্কিন মহাকাশ সংস্থা নাসায় কাজ করতেন। ...
রাজিব: এ লেখকের মতে কে সবচেয়ে বেশি মহান ব্যক্তিত্বের অধিকারী? !
রাশেদ: এ লেখক ইসলামের নবী মুহাম্মদ সাঃ কে একশত মহান ব্যক্তির মধ্যে প্রথমে রেখেছেন। তার এ নির্বাচনের অনেকগুলো কারণ ছিল, সেগুলো হলো:
এরপর রাশেদ বইটি খুলে ও পড়া শুরু করল:
“আমি মুহাম্মদ সাঃ কে এ তালিকার সবার উপরে রেখেছি, এতে হয়ত অনেকেই আশ্চর্যবোধ করবে, তারা আশ্চর্য হতেই পারেন, তবে মুহাম্মদ সাঃ ইতিহাসে একমাত্র ব্যক্তি যিনি দ্বীন ও দুনিয়া উভয় ক্ষেত্রে পূর্ণ সফলতা অর্জন করেছেন। তিনি অন্যান্য মহান ধর্মের প্রবর্তকের মত ইসলামের দিকে লোকদেরকে ডেকেছেন, তিনি রাজনৈতিক, সামরিক ও ধর্মীয় একচ্ছত্র নেতা ছিলেন। তাঁর মৃত্যুর তেরশত বছর পরও তাঁর প্রভাব এখনো শক্তিশালী ও নবজীবনপ্রাপ্ত।" সংলাপটি বিস্তারিত পড়ার জন্য: ••► bn.islamkingdom.com/s2/47503
শান্তির সংলাপ: ••► https://bn.islamkingdom.com/ইসলাম-সম্পর … ্তির-সংলাপ
↧
মহামানবদের সর্বশ্রেষ্ঠজন
↧