এটা একটা ব্যাক্তিগত টপিক।
আমি পড়াশুনা শেষ করে ১ বছর বেকার থাকার পরে সম্প্রতি একটা স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানীতে ২০ জন প্রার্থীকে ডিঙ্গিয়ে আমরা ২ জন HR officer হিসেবে যোগ দিয়েছি। বেশি মেধাবী না কিন্তু খারাপও না।
ইচ্ছে ছিলো বিসিএস দিয়ে সরকারী চাকরী করবো কিন্তু সাধারনদের সাথে দিলেতো হওয়ার সম্ভাবনা কম। আমি সার্টিফিকেটধারী মুক্তিযোদ্ধার নাতি। দাদা ছিলেন যুদ্ধের কমান্ডার। জানি, অনেকে রাগ করবেন কিন্তু সুযোগ যখন আছে তাহলে কেনো সেটা হারাবো। তাই নাতি কোটায় বিশেষ বিসিএস দিতে চাই।
আমার জন্য দোয়া করবেন। ইচ্ছা না থাকা স্বত্তেও প্রাইভেট কোম্পানীতে যোগ দিয়েছি। সরকারী চাকরীর বয়স আছে আরো ৩ বছর। তাই বিসিএসের জন্য ট্রাই করতে চাই।
বিসিএসের জন্য প্রস্তুতির জন্য কোন কোন গাইড বই ভালো হবে? প্রশ্ন হলো, নাতি কোটায় নিয়োগে কি একই পদ্ধতি অবলম্বন করা হয়? মানে প্রিলি, লিখিত ও মৌখিক কি পাশ নাম্বার পেলেই সিলেক্ট করে নাকি এখানেও বাছাই করে?