ছোট গাঁয়ে ছোট ঘর
লক্ষ্মণ ভাণ্ডারী
ছোট গাঁয়ে ছোট ঘর, ছোট নদী আছে,
পূর্ব দিকে উঠে সূর্য পাখি ডাকে গাছে।
বিশাল সবুজ গাছ, পথের দু-ধারে,
তাল খেজুরের গাছ তালদিঘি পাড়ে।
রাঙা পথে উড়ে ধূলি, চলে গরু-গাড়ি,
দ্রুতবেগে রেলগাড়ি, চলে ডাক ছাড়ি।
গাঁয়ে ছোট জংশন, আছে চা-দোকান,
বিড়ি সিগারেট পাবে আর পাবে পান।
ছোট গাঁয়ে ছোট ঘর আছে ছোট দিঘি,
স্বচ্ছ জলে পড়ে রোদ করে ঝিকিমিকি।
দূরে পাহাড়ের চূড়ো, সুনীল আকাশ,
ধান খেতে চাষী ভাই, করে ধানচাষ।
ছোট গাঁয়ে ছোট ঘর ছোট ফুল ফোটে,
পাখি ডাকে বায়ু বহে, পূবে সূর্য ওঠে।