তুমি সুন্দর
তোমার হাসি যেমন সুন্দর
তোমার চোখগুলোও তেমন সুন্দর
ওই চোখের ভাষা যেমন সুন্দর
তোমার গোমড়া মুখ তেমন সুন্দর
অভিমানে ফুলে ওঠা গালগুলো সুন্দর ,
চোখের কোণে অশ্রু কণা সুন্দর ,
তোমায় নিয়ে দেখা আমার স্বপ্নগুলো সুন্দর।
তুমি সুন্দর ,
তোমার স্মৃতিগুলো সুন্দর ,
তোমার উপস্থিতি সুন্দর ,
তোমার অভিলাষ সুন্দর ,
তোমার অসুন্দর গুলো সর্বদা সুন্দর।
হাজারো সুন্দরের ভিড়ে বাস্তবতা অসুন্দর ;
নিয়তি অসুন্দর ,
তোমায় নিয়ে দেখা দুঃস্বপ্ন অসুন্দর ,
হারানোর ভয় অসুন্দর ,
স্বপ্নভঙ্গ অসুন্দর।