Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

রংধনুর রঙে রাঙা জীবন

$
0
0

মানুষের এই জীবনটা একটা রংধনুর চেয়েও রঙিন। জীবনের প্রতি প্রতি পদে আমাদের রং এর আনাগোনা। সুখ-দুঃখ ,হাসি-আনন্দ ,কষ্ট, বেদনা ,আশা -হতাশা সবগুলো অনুভুতিই রংধনুর একেকটা রঙে রাঙানো।
আমাদের স্বপ্নগুলো হয় রঙিন আর বাস্তবতা হয় সাদাকালো।
smile smile

সুখের অনুভূতি গুলো হয় আকাশের ওই আসমানী রঙের। কষ্টের রং হয় ওই সমুদ্র নীল রঙের।এই জন্যই তো শ্রীকৃষ্ণ গলায় সমুদের সকল বিষ ধারণ করে নীল রঙের হয় যায়। ক্রোধ এর রং হয় লাল। উত্তেজনার রং লাল। জাগরণ এর রং লাল। হতাশার রং গুলো হয় সবুজ। গাছপালা- ঘাস সবকিছু সবুজ। এই বিশাল সবুজ পৃথিবীটার কাছে আমরা বড্ডো অসহায়।
smile smile
শীত এর রাতগুলো এতো দীর্ঘ হয় কেন ? শীতের রাতেই কি আমাদের সব কষ্টগুলো এই চোখের সামনে উপস্থাপিত হয় ? শীত এর রাত এর রং হয় কালো। শীতলতার রং কালো।শীতকাল এর রং কালো।কষ্টের রং কালো। কান্নার রং কালো।অশ্রুর রং কালো। ঝরা পাতার রং আপাত দৃষ্টিতে সবুজ দেখালেও আসলে তার রং কালো। গরিবের অসহায়ত্বের রঙ কালো। ধনীর বিলাসিতার রং কালো। প্রকৃত অর্থে বাস্তবতাটাই কালো।


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles